নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, ‘আমার বোন ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয়। ২০২৩ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ২ লাখ টাকা নেন শিক্ষক মামুন। যার সব প্রমাণ রয়েছে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরি নিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। সবশেষ গত মাসে চাকরি দেওয়া সম্ভব না বলে জানান তিনি। ফলে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি।’
অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকা ফেরত দেওয়ার।’
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘শিক্ষক মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না। অভিযোগ খতিয়ে দেখা হবে।’
পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, ‘আমার বোন ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয়। ২০২৩ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ২ লাখ টাকা নেন শিক্ষক মামুন। যার সব প্রমাণ রয়েছে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরি নিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। সবশেষ গত মাসে চাকরি দেওয়া সম্ভব না বলে জানান তিনি। ফলে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি।’
অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকা ফেরত দেওয়ার।’
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘শিক্ষক মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না। অভিযোগ খতিয়ে দেখা হবে।’
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৪ মিনিট আগে