Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৫২ বস্তা চাল জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৫২ বস্তা চাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মৎস্যজীবীদের আপৎকালীন মৌসুমে চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই হাজার তিন শ কেজি চাল জব্দ করা হয়েছে। আজ বুধবার উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের জেলেরা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে চাল বিতরণের অনিয়মের বিষয়ে মৌখিক অভিযোগ করেন যে, তাদের ২ মাসে ৪০ কেজি করে ৮০ কেজি চালের পরিবর্তে ৭৫ কেজি করে চাল বিতরণ করেন চেয়ারম্যান। 

এ ব্যাপারে মৎস্যজীবী নেতা আব্দুল ওদুদ বলেন, জেলেদের অনুমোদিত তালিকা অনুযায়ী চাল বিতরণ না করে তালিকার বাইরেও চাল বিতরণ করা হয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত অনেকে চাল পায়নি। 

মৎস্যজীবী সাকায়েত জানান, ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৭৪-৭৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ফলে একদিকে নামের তালিকা ভুল ও অন্যদিকে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ প্রশাসন পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকিকে ঘটনাস্থল পরিদর্শন করে চাল বিতরণের মাস্টার রোল ও মজুত চাল জব্দ করে তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। সেই মোতাবেক মেঘপাল বাজারে অবস্থিত ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে গিয়ে জেলেদের চাল বিতরণের মাস্টার রোল ও মজুত থাকা চাল জব্দ করেন তিনি। 

এ সময় ইউনিয়ন পরিষদে মজুত ৩০ কেজি ওজনের ১১ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৪১ বস্তায় মোট দুই হাজার তিন শ আশি কেজি চাল জব্দ করা হয়। ইউনিয়ন পরিষদের কোনো আলাদা গুদাম না থাকায় পরিষদ কক্ষেই ওই চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের উপস্থিতিতে তাদের লিখিত স্বাক্ষর নিয়ে তাদের জিম্মায় রাখা হয়। 

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ বলেন, অনিয়মের বিষয়টি সঠিক নয়। ১৯ জন জেলেকে এখনো চাল বিতরণ করা হয়নি। তাদের চাল পরিষদে রয়েছে এবং ৭৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সে অনুযায়ী ৩৫৮ জন সুবিধাভোগীর কাছ থেকে যে চাল রাখা হয়েছে, তা ওখানে মজুত আছে। 

বাড়তি চালের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগেই জানানো হয়েছে বলেও দাবি করেন চেয়ারম্যান। 

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া বলেন, কয়েকজন জেলের অভিযোগের ভিত্তিতে ট্যাগ অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি বলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি চাল বিতরণের মাস্টার রোল ও ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের থাকা ৫২ বস্তা চাল জব্দ করে মেম্বার, চেয়ারম্যান ও চৌকিদার ও সচিবের লিখিত নিয়ে তাদের কাছে মজুত রাখা হয়েছে। 

এ ব্যাপারে ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ট্যাগ অফিসারকে পাঠানো হয়েছে। সত্য মিথ্যা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত