পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।
এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।
এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
ময়মনসিংহ নগরীর হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মায়ের গর্ভে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে হাসপাতালের মালিক, ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই অভিযান চালিয়েছে কোতোয়ালি
২২ মিনিট আগেকিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মৃত্যুতে তাঁর স্বজনদের প্রতি শোক জানাতে গিয়ে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
২৫ মিনিট আগেরাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত
২৭ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭ দশমিক ৫৭৫১ একর জমি বিক্রি করেন। তফসিলভুক্ত ওই জমির মধ্যে ৬ দশমিক ৩৩৭৫ একর জমি সে বছরের ১ জুন রফিকুল ইসলামের এই দুই ছেলে বিভিন্ন দলিলে
৩৪ মিনিট আগে