Ajker Patrika

ট্রলারডুবি ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ভোলা ও দৌলতখান প্রতিনিধি
ট্রলারডুবি ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় দুজনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে দুই জেলের মরদেহ জেলেদের জালে আটকা পরে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দৌলতখান লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতেরা হলেন, এরশাদ (৩০), আকবর (৩৫)। এ ঘটনায় মমিন (২৫) নামের আরেক জেলে নদীতে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। নিহত এরশাদের বাবা নাগরমাল দুজনের মরদেহ শনাক্ত করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ও উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছয় জেলেকে। তাঁদের ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জেলেরা হলেন, ইদ্দিস মাঝি (৫০), জামাল মাঝি (৪৪) ছিডু মাঝি (৪২), সোহেল মাঝি (৩০), মনির মাঝি (৩২) ও নাদিম মাঝি (১৮)। 

দৌলতখান উপজেলা ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি এফএইচ খায়রুল জামান ফয়সাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

খায়রুল জামান ফয়সাল জানান, গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের আব্দুর রহমানের ট্রলারে করে ওই ইউনিয়নের ৯ জেলে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। জেলেদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছয় জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরে থেকে ওই তিন জেলে নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে দুজনের মরদেহ পাওয়া গেলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। 

দৌলতখান উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাজ করছেন। 

দৌলতখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছয় জেলেকে। জেলেদের জালে দুজনের মরদেহ আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত