বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা না দেওয়ায় সড়কে সন্তান প্রসব করেছেন রিমা বেগম (১৯) নামে এক প্রসূতি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরগুনা পৌরশহরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রসূতি রিমা বেগম বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা এলাকার মো. ইব্রাহীম মিয়ার স্ত্রী। তাঁর স্বামী ইব্রাহীম মিয়া পেশায় একজন রিকশাচালক।
রীমা বেগমের মা জাহানারা বেগম বলেন, গতকাল সকালে রীমাকে বরগুনা ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যার পর প্রসববেদনা শুরু হয়। পরে রাত ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় হাসপাতালে চিকিৎসক নেই, তাই প্রাইভেট কোনো ক্লিনিকে নিয়ে যেতে।
প্রসূতির স্বামী বলেন, ‘আমার স্ত্রী রীমাকে নিয়ে শহরের বটতলা এলাকার আলরাজি ক্লিনিকে যাই, কিন্তু সেখানেও ডাক্তার ছিল না। আমরা অসহায়ের মতো ছটফট করতে থাকি। একদিকে আমরা গরিব, অন্যদিকে রীমার অবস্থা খুবই খারাপ। পরে শেফা হাসপাতালে গিয়েও ডাক্তার পাইনি। পরে অন্য একটি হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় আমার স্ত্রী সন্তান প্রসব করে।’
এ বিষয়ে শেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল আলম লিমা বলেন, ‘আমি ডিউটি শেষে বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর খবর পাই, পশু হাসপাতালের সড়কে এক নারী সন্তান প্রসব করেছেন। তাঁকে উদ্ধার করে আমাদের এখানে আনা হয়েছে। সঙ্গে সঙ্গেই আমি ছুটে এসে ওই নারীকে দেখি। তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা গুরুতর। রীমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছি। তবে নবজাতক সুস্থ আছে।’
হাসপাতালে চিকিৎসা না দেওয়ার বিষয়ে জানতে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা না দেওয়ায় সড়কে সন্তান প্রসব করেছেন রিমা বেগম (১৯) নামে এক প্রসূতি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরগুনা পৌরশহরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রসূতি রিমা বেগম বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা এলাকার মো. ইব্রাহীম মিয়ার স্ত্রী। তাঁর স্বামী ইব্রাহীম মিয়া পেশায় একজন রিকশাচালক।
রীমা বেগমের মা জাহানারা বেগম বলেন, গতকাল সকালে রীমাকে বরগুনা ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যার পর প্রসববেদনা শুরু হয়। পরে রাত ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় হাসপাতালে চিকিৎসক নেই, তাই প্রাইভেট কোনো ক্লিনিকে নিয়ে যেতে।
প্রসূতির স্বামী বলেন, ‘আমার স্ত্রী রীমাকে নিয়ে শহরের বটতলা এলাকার আলরাজি ক্লিনিকে যাই, কিন্তু সেখানেও ডাক্তার ছিল না। আমরা অসহায়ের মতো ছটফট করতে থাকি। একদিকে আমরা গরিব, অন্যদিকে রীমার অবস্থা খুবই খারাপ। পরে শেফা হাসপাতালে গিয়েও ডাক্তার পাইনি। পরে অন্য একটি হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় আমার স্ত্রী সন্তান প্রসব করে।’
এ বিষয়ে শেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল আলম লিমা বলেন, ‘আমি ডিউটি শেষে বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর খবর পাই, পশু হাসপাতালের সড়কে এক নারী সন্তান প্রসব করেছেন। তাঁকে উদ্ধার করে আমাদের এখানে আনা হয়েছে। সঙ্গে সঙ্গেই আমি ছুটে এসে ওই নারীকে দেখি। তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা গুরুতর। রীমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছি। তবে নবজাতক সুস্থ আছে।’
হাসপাতালে চিকিৎসা না দেওয়ার বিষয়ে জানতে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৮ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে