Ajker Patrika

পিরোজপুরে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
চিংড়ির রেণু জব্দ। ছবি: আজকের পত্রিকা
চিংড়ির রেণু জব্দ। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানিতে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাট এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির এসব রেণু পোনা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমীরণ হালদার জানান, ২১টি মোটরসাইকেলে ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রেণু ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মো. সেলিম খানকে (৪৮) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়াও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তৌফিক আনোয়ার ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা করেন। তখন জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়।

নদীতে চিংড়ির রেণু অবমুক্ত। ছবি: আজকের পত্রিকা
নদীতে চিংড়ির রেণু অবমুক্ত। ছবি: আজকের পত্রিকা

আটক রেণু ব্যবসায়ী মো. সেলিম খান জানান, ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রেণুগুলো বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত