নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সোমবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন সফল করতে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ২৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নওরিন নূর তৃষা বলেন, ‘কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্যের পতাকা বহন করছে। অতি সত্বর আমরা এই কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আ. রহমান বলেন, ‘বর্তমান কোটাব্যবস্থা সংশোধন করে সমতার ভিত্তিতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা জরুরি। আমরা চাই, মেধাবী প্রার্থীদের জন্য সুযোগ বাড়ানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের ন্যায় ক্লাসে ফিরে যেতে চাই। চাই আবারও নিয়মিত বইখাতা নিয়ে বসতে।’ তিনি সরকারের প্রতি দাবি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ক্লাসে ফিরিয়ে নিন।
এদিকে আন্দোলনে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।
আজ বেলা ৩টায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি মুলতবি রাখেন ববি শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সোমবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন সফল করতে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ২৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নওরিন নূর তৃষা বলেন, ‘কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্যের পতাকা বহন করছে। অতি সত্বর আমরা এই কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আ. রহমান বলেন, ‘বর্তমান কোটাব্যবস্থা সংশোধন করে সমতার ভিত্তিতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা জরুরি। আমরা চাই, মেধাবী প্রার্থীদের জন্য সুযোগ বাড়ানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের ন্যায় ক্লাসে ফিরে যেতে চাই। চাই আবারও নিয়মিত বইখাতা নিয়ে বসতে।’ তিনি সরকারের প্রতি দাবি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ক্লাসে ফিরিয়ে নিন।
এদিকে আন্দোলনে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।
আজ বেলা ৩টায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি মুলতবি রাখেন ববি শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কান্দারচর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট আগে২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবছরের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। গত বছরের হিসাবে এবারে তিনটি মণ্ডপ বেড়েছে। এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। সেই সঙ্গে পূজা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে পূজার আয়োজন শেষ করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ...
৮ মিনিট আগে