Ajker Patrika

১৩ মাস পরে ভাতা পেলেন রাজাপুরের ৫৭ চৌকিদার

প্রতিনিধি
১৩ মাস পরে ভাতা পেলেন রাজাপুরের ৫৭ চৌকিদার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ৬ ইউনিয়নের ৫৭ জন চৌকিদার ১৩ মাস হাজিরা ভাতা পায়নি। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। এ বিষয়ে চৌকিদারদের একাধিকবার আবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার তাঁদের বকেয়া ভাতা পরিশোধ করা হয়েছে।

আনোয়ার, শহীদ, হাবিব ও লাকসুসহ বেশ কয়েকজন চৌকিদার বলেন, নির্ধারিত দায়িত্ব ছাড়াও গ্রাম পুলিশের সদস্যরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে অনেক সময় উপজেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। তবে ১৩ মাস ধরে না পাওয়া ভাতা পেতে দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে-দ্বারে ঘুরলেও কোন সুরাহা হয়নি। অবশেষে ইউএনও বিষয়টিকে গুরুত্ব সহকারে অনুধাবন করে ভাতা পাওয়ার ব্যবস্থায় এগিয়ে আসেন। এজন্য চৌকিদাররা ইউএনওকে ধন্যবাদ জানান।

দীর্ঘ ১৩ মাসের বকেয়া হাজিরা ভাতা একবারে পেয়ে চৌকিদাররা খুব খুশি। এ টাকা পাওয়ায় করোনা পরিস্থিতি, রমজান ও ঈদকে ঘিরে তাঁদের বেশ উপকার হলো। গত ১৩ মাসের মানবেতর জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলা চৌকিদাররাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, পর্যাপ্ত অর্থ বরাদ্ধ না থাকায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭ জন চৌকিদারের ১৩ মাসের হাজিরা ভাতা বাবদ প্রায় ২২ লাখ টাকা বকেয়া ছিলো। মাসিক প্রায় ৩ হাজার টাকা হিসেবে প্রত্যেক চৌকিদার সাড়ে ৩৮ হাজার টাকা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত