পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়।
মাছটি কেনেন পাইকারি ব্যবসায়ী মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা গেছে, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এই ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। এর দুই দিন পর মাছটি তাঁদের জালে আটকা পড়ে।
পাইকারি ব্যবসায়ী সোলায়মান বলেন, ‘ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি মাছটিতে ভালোই লাভ হবে।’
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আগে অনেক ভোল মাছ পেত জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।’
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়। ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়।
বঙ্গোপসাগরে জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়।
মাছটি কেনেন পাইকারি ব্যবসায়ী মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা গেছে, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এই ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। এর দুই দিন পর মাছটি তাঁদের জালে আটকা পড়ে।
পাইকারি ব্যবসায়ী সোলায়মান বলেন, ‘ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি মাছটিতে ভালোই লাভ হবে।’
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আগে অনেক ভোল মাছ পেত জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।’
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়। ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৪ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৩ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২০ মিনিট আগে