Ajker Patrika

কুকুরের ধাওয়ায় বিষখালীতে হরিণ, জীবন বাঁচাল জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
কুকুরের ধাওয়ায় বিষখালীতে হরিণ, জীবন বাঁচাল জেলেরা

কুকুরের আক্রমণ থেকে জীবন বাঁচাতে বিষখালী নদীতে ঝাঁপ দেয় এক মাদী হরিণ। এ সময় পাঁচটি কুকুরও নদীতে নেমে ধাওয়া করে। বিষয়টি নদীতে মাছ শিকারে থাকা কিছু জেলেরা দেখতে পেয়ে তিনটি ট্রলার নিয়ে একযোগে কুকুরগুলো তাড়িয়ে হরিণটিকে উদ্ধার করে। হরিণটি প্রায় দুই মন ওজনের। 

আজ রোববার বেলা দশটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বিট কর্মকর্তা আল-আমিন। 

এর আগেও পাথরঘাটা হরিণঘাটা ইকোপার্কের খালের ভেতর থেকে তিনটি মৃত হরিণ উদ্ধার করে বন-কর্মীরা। 

পাথরঘাটার জেলে আবু মুসা বলেন, বিষখালী নদীতে জাল টানায় সময় দেখি নদীতে হরিণটি সাঁতরাচ্ছে। পেছনে পাঁচটি কুকুর ধাওয়া করছে। এ সময় জাল ও দড়ি ফেলে আশপাশের তিনটি ট্রলার নিয়ে কুকুরগুলো তাড়িয়ে দিয়ে হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দিই।’ 

 ‘হরিণটি উঠে দাঁড়াতে না পারায় কাছে গিয়ে দেখি সামনের ডান পা ভাঙা। পরে বন বিভাগের কর্ম-কর্তাদের জানাই।’ যুক্ত করেন আবু মুসা। 

পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, ‘হরিণটি জেলেরা উদ্ধার করে আমাদের জানায়। আমরা হরিণঘাটা ইকোপার্ক থেকে উদ্ধার করে পাথরঘাটা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। হরিণটির একটি পা ভেঙে গেছে।’ 

এই কর্মকর্তা আরও বলেন, ইদানীং বনের ভেতরে লোকালয় থেকে কিছু কুকুর প্রবেশ করেছে। এর আগেও এই বন থেকে তিনটি বিশাল আকৃতির মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। 

পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির শরীরে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন রয়েছে। ভাঙা পা ব্যান্ডেজ করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেশ কিছুদিন হরিণটিকে বিশ্রামে রাখতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত