পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
কুকুরের আক্রমণ থেকে জীবন বাঁচাতে বিষখালী নদীতে ঝাঁপ দেয় এক মাদী হরিণ। এ সময় পাঁচটি কুকুরও নদীতে নেমে ধাওয়া করে। বিষয়টি নদীতে মাছ শিকারে থাকা কিছু জেলেরা দেখতে পেয়ে তিনটি ট্রলার নিয়ে একযোগে কুকুরগুলো তাড়িয়ে হরিণটিকে উদ্ধার করে। হরিণটি প্রায় দুই মন ওজনের।
আজ রোববার বেলা দশটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বিট কর্মকর্তা আল-আমিন।
এর আগেও পাথরঘাটা হরিণঘাটা ইকোপার্কের খালের ভেতর থেকে তিনটি মৃত হরিণ উদ্ধার করে বন-কর্মীরা।
পাথরঘাটার জেলে আবু মুসা বলেন, বিষখালী নদীতে জাল টানায় সময় দেখি নদীতে হরিণটি সাঁতরাচ্ছে। পেছনে পাঁচটি কুকুর ধাওয়া করছে। এ সময় জাল ও দড়ি ফেলে আশপাশের তিনটি ট্রলার নিয়ে কুকুরগুলো তাড়িয়ে দিয়ে হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দিই।’
‘হরিণটি উঠে দাঁড়াতে না পারায় কাছে গিয়ে দেখি সামনের ডান পা ভাঙা। পরে বন বিভাগের কর্ম-কর্তাদের জানাই।’ যুক্ত করেন আবু মুসা।
পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, ‘হরিণটি জেলেরা উদ্ধার করে আমাদের জানায়। আমরা হরিণঘাটা ইকোপার্ক থেকে উদ্ধার করে পাথরঘাটা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। হরিণটির একটি পা ভেঙে গেছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ইদানীং বনের ভেতরে লোকালয় থেকে কিছু কুকুর প্রবেশ করেছে। এর আগেও এই বন থেকে তিনটি বিশাল আকৃতির মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির শরীরে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন রয়েছে। ভাঙা পা ব্যান্ডেজ করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেশ কিছুদিন হরিণটিকে বিশ্রামে রাখতে বলা হয়েছে।
কুকুরের আক্রমণ থেকে জীবন বাঁচাতে বিষখালী নদীতে ঝাঁপ দেয় এক মাদী হরিণ। এ সময় পাঁচটি কুকুরও নদীতে নেমে ধাওয়া করে। বিষয়টি নদীতে মাছ শিকারে থাকা কিছু জেলেরা দেখতে পেয়ে তিনটি ট্রলার নিয়ে একযোগে কুকুরগুলো তাড়িয়ে হরিণটিকে উদ্ধার করে। হরিণটি প্রায় দুই মন ওজনের।
আজ রোববার বেলা দশটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বিট কর্মকর্তা আল-আমিন।
এর আগেও পাথরঘাটা হরিণঘাটা ইকোপার্কের খালের ভেতর থেকে তিনটি মৃত হরিণ উদ্ধার করে বন-কর্মীরা।
পাথরঘাটার জেলে আবু মুসা বলেন, বিষখালী নদীতে জাল টানায় সময় দেখি নদীতে হরিণটি সাঁতরাচ্ছে। পেছনে পাঁচটি কুকুর ধাওয়া করছে। এ সময় জাল ও দড়ি ফেলে আশপাশের তিনটি ট্রলার নিয়ে কুকুরগুলো তাড়িয়ে দিয়ে হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দিই।’
‘হরিণটি উঠে দাঁড়াতে না পারায় কাছে গিয়ে দেখি সামনের ডান পা ভাঙা। পরে বন বিভাগের কর্ম-কর্তাদের জানাই।’ যুক্ত করেন আবু মুসা।
পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, ‘হরিণটি জেলেরা উদ্ধার করে আমাদের জানায়। আমরা হরিণঘাটা ইকোপার্ক থেকে উদ্ধার করে পাথরঘাটা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। হরিণটির একটি পা ভেঙে গেছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ইদানীং বনের ভেতরে লোকালয় থেকে কিছু কুকুর প্রবেশ করেছে। এর আগেও এই বন থেকে তিনটি বিশাল আকৃতির মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির শরীরে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন রয়েছে। ভাঙা পা ব্যান্ডেজ করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেশ কিছুদিন হরিণটিকে বিশ্রামে রাখতে বলা হয়েছে।
নেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
৫ মিনিট আগেপাহাড়পুর বৌদ্ধবিহার ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্ষার শুরু থেকেই এ বিহারজুড়ে যেন নতুন এক প্রাণের স্পর্শ লেগেছে। লাল, হলুদ, কমলা, বেগুনি ও সাদা নানা রঙের ফুলে ঢেকে গেছে পুরো চত্বর। তার সঙ্গে আলপনায় সাজানো পথ, পাতা-লতা দিয়ে তৈরি পশুপাখির প্রতিকৃতি আর পর্যটকদের পদচারণায়
৩১ মিনিট আগেবৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
৩৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে