ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের সময় নিখোঁজ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল, মাস্টার রুহুল আমিন ও চালক আকরাম হোসেন সরোয়ারে মরদেহ উদ্ধার করা হয়। আর গতকাল রোববার জাহাজের গ্রিজার হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। আর নিখোঁজ হন চারজন। শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা সবাই জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) তখন নিখোঁজ থাকলেও পরে তাঁকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আর দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। জাহাজটিতে মোট নয়জন লোক ছিলেন।
তবে এ বিস্ফোরণের ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
দগ্ধ ব্যক্তিদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ, এ ঘটনার দায় কোনোভাবেই জাহাজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো সহযোগিতা পাননি। তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়েছে। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবার এখন অসহায়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটি প্রধান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে থেকে গঠন করা তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া তিন দিনের সময়ের পর আবারও সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরদার বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার সময় জাহাজে থাকা কর্মচারীরা এর দায় এড়াতে পারেন না। যেকোনো ত্রুটিসহ জাহাজের সব বিষয় তাঁদের দেখাশোনার কথা।’
আরও পড়ুন:
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের সময় নিখোঁজ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল, মাস্টার রুহুল আমিন ও চালক আকরাম হোসেন সরোয়ারে মরদেহ উদ্ধার করা হয়। আর গতকাল রোববার জাহাজের গ্রিজার হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। আর নিখোঁজ হন চারজন। শহরের পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা সবাই জাহাজের শ্রমিক। জাহাজের বাবুর্চি বেলায়েত হোসেন (৩৫) তখন নিখোঁজ থাকলেও পরে তাঁকে সুস্থ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আর দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। জাহাজটিতে মোট নয়জন লোক ছিলেন।
তবে এ বিস্ফোরণের ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
দগ্ধ ব্যক্তিদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ, এ ঘটনার দায় কোনোভাবেই জাহাজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো সহযোগিতা পাননি। তারা ক্ষতিপূরণ দাবি করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়েছে। কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবার এখন অসহায়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটি প্রধান রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে থেকে গঠন করা তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া তিন দিনের সময়ের পর আবারও সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরদার বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার সময় জাহাজে থাকা কর্মচারীরা এর দায় এড়াতে পারেন না। যেকোনো ত্রুটিসহ জাহাজের সব বিষয় তাঁদের দেখাশোনার কথা।’
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২১ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৪ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে