বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই আজ রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর নাম ইমা আক্তার। সে হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পড়া জিজ্ঞাসা করেন। এ সময় সে ধীর গতিতে পড়া দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর ও গালিগালাজ করেন।
মারধরের একপর্যায়ে সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিক্ষার্থী ইমার জ্ঞান ফিরলে স্কুলের অফিস সহায়কের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থী বাসায় এসে বমি করে। তার মা বমির কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী সব ঘটনা খুলে বলে। এরপর সন্ধ্যায় তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা শিরিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের শাসন করতেই পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে বেতের লাঠি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন শিক্ষক কীভাবে বেত দিয়ে আঘাত করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মেয়েটির পশ্চাৎদেশে জখম রয়েছে। সে দাঁড়াতে পারছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে পেটানো হয়নি। শুধু তিরস্কার করা হয়েছে। এরবেশি কিছু নয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই আজ রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর নাম ইমা আক্তার। সে হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পড়া জিজ্ঞাসা করেন। এ সময় সে ধীর গতিতে পড়া দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর ও গালিগালাজ করেন।
মারধরের একপর্যায়ে সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিক্ষার্থী ইমার জ্ঞান ফিরলে স্কুলের অফিস সহায়কের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থী বাসায় এসে বমি করে। তার মা বমির কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী সব ঘটনা খুলে বলে। এরপর সন্ধ্যায় তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা শিরিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের শাসন করতেই পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে বেতের লাঠি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন শিক্ষক কীভাবে বেত দিয়ে আঘাত করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মেয়েটির পশ্চাৎদেশে জখম রয়েছে। সে দাঁড়াতে পারছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে পেটানো হয়নি। শুধু তিরস্কার করা হয়েছে। এরবেশি কিছু নয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩ ঘণ্টা আগে