Ajker Patrika

১১০০ কোটি টাকা আত্মসাৎ

পিরোজপুরে এলজিইডি ও হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক-বর্তমান ৫ কর্মকর্তা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬: ২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক-বর্তমান পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে বলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার, নজরুল ইসলাম, সাবেক জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি কার্যালয়ের হিসাব রক্ষক এ কে এম মোজাম্মেল হক খান।

গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটটি মামলা করেন। তাঁদের মধ্য থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি কার্যালয়। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত দল পিরোজপুর এলজিইডি কার্যালয় নানা খাতে দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশেই সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগের মামলায় দুদক পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা থানা হাজতে রয়েছেন। আসামিদের আদালতে হাজির করা হবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিইডির বিভিন্ন প্রকল্পে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমরা ২৩ জনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা করেছি। আসামিদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানোর হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত