Ajker Patrika

নিখোঁজের ৫ দিন পর রাঙ্গাবালীতে কিশোরের মরদেহ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০: ১২
নিখোঁজের ৫ দিন পর রাঙ্গাবালীতে কিশোরের মরদেহ উদ্ধার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। নিয়াজ পেশায় একজন জেলে ছিলেন। 

জানা গেছে, ৩ জানুয়ারি বিকেল ৫টায় নিয়াজসহ আরও তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকার আগুনমুখা নদীতে যান। কিন্তু ওই দিন রাত ১১টার পর ট্রলারে অন্যরা থাকলেও নিয়াজ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, এ ঘটনার পরদিন ৪ জানুয়ারি ছেলে নিখোঁজের বিষয়ে নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিখোঁজের পাঁচ দিন পর শনিবার সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশের ইসগেটসংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে নিয়াজের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। 

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত