পটুয়াখালী প্রতিনিধি
প্রজনন মৌসুমে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণ শুরু হলেও এবার আশানুরূপ ইলিশ পাননি জেলেরা। অধিকাংশ জেলেই খালি হাতে ফিরছেন তীরে। এমন অবস্থায় পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা পায়রাকুঞ্জ ফেরিঘাটে বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়।
গতকাল রোববার বিকেলে ইটবাড়িয়া ইউনিয়নের পায়রাকুঞ্জ সংলগ্ন পায়রা নদীতে জেলে মো. কাওছার হোসেনের জালে ধরা পড়ে ওই ইলিশ।
জেলে মো. কাওছার হোসেন বলেন, ‘নদীতে মাছ মোডেও নাই কইলেই চলে। তয় দুই-চাইডা যা পাই, তার অধিকাংশই বড় আর দাম পাই বালা।’
পায়রাকুঞ্জ ফেরিঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল বলেন, ‘মাছটি জেলে কাওছার বিকেলের দিকে ঘাটে নিয়ে আসে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে আড়াই হাজার টাকা করে কেজি চেয়ে দোকানে ওঠাই। সন্ধ্যার পর ২ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি পাঁচ হাজার টাকায় বিক্রি করি।’
পটুয়াখালী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে বৃষ্টি শুরু হলে জালে মাছ ধরা পরবে। আর সরকারের নানামুখী তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে, তেমনি জেলেরা বড় আকারের ইলিশও পাচ্ছেন।
মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান আরও বলেন, ‘পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বড় আকারের ইলিশ ধরা পাওয়ার খবর পেলাম। এটি জেলেদের জন্য ভালো সংবাদ। সারা দেশে ইলিশের যে চাহিদা রয়েছে এর মধ্যে পায়রা নদীর ইলিশের স্বাদ বেশি বলে প্রচলন রয়েছে। এ কারণে অনেকেই পায়রার ইলিশ কিনতে আগ্রহ প্রকাশ করেন।’
প্রজনন মৌসুমে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণ শুরু হলেও এবার আশানুরূপ ইলিশ পাননি জেলেরা। অধিকাংশ জেলেই খালি হাতে ফিরছেন তীরে। এমন অবস্থায় পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা পায়রাকুঞ্জ ফেরিঘাটে বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়।
গতকাল রোববার বিকেলে ইটবাড়িয়া ইউনিয়নের পায়রাকুঞ্জ সংলগ্ন পায়রা নদীতে জেলে মো. কাওছার হোসেনের জালে ধরা পড়ে ওই ইলিশ।
জেলে মো. কাওছার হোসেন বলেন, ‘নদীতে মাছ মোডেও নাই কইলেই চলে। তয় দুই-চাইডা যা পাই, তার অধিকাংশই বড় আর দাম পাই বালা।’
পায়রাকুঞ্জ ফেরিঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল বলেন, ‘মাছটি জেলে কাওছার বিকেলের দিকে ঘাটে নিয়ে আসে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে আড়াই হাজার টাকা করে কেজি চেয়ে দোকানে ওঠাই। সন্ধ্যার পর ২ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি পাঁচ হাজার টাকায় বিক্রি করি।’
পটুয়াখালী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে বৃষ্টি শুরু হলে জালে মাছ ধরা পরবে। আর সরকারের নানামুখী তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে, তেমনি জেলেরা বড় আকারের ইলিশও পাচ্ছেন।
মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান আরও বলেন, ‘পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বড় আকারের ইলিশ ধরা পাওয়ার খবর পেলাম। এটি জেলেদের জন্য ভালো সংবাদ। সারা দেশে ইলিশের যে চাহিদা রয়েছে এর মধ্যে পায়রা নদীর ইলিশের স্বাদ বেশি বলে প্রচলন রয়েছে। এ কারণে অনেকেই পায়রার ইলিশ কিনতে আগ্রহ প্রকাশ করেন।’
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
১৩ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
২৫ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২৯ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে