Ajker Patrika

ভান্ডারিয়ায় বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে ২ দিন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫: ১৯
Thumbnail image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ভেঙে পড়ে অর্ধশতাধিক আধা পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পুরোনো স্টিমার ঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়। এতে গতকাল সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

জানা গেছে, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ শুরু করেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ছোটবড় মাছের ঘের ভেসে গেছে। এ ছাড়া পুরোনো স্টিমারঘাট, কলেজ সড়কসহ কয়েকটি রাস্তায় গাছ উপড়ে পড়ে যানচলাচল বন্ধ রয়েছে। ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে সীমানাপ্রাচীর ধসে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫ হেক্টর, রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর বলেন, ভান্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কিছু কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ চালু করা হয়েছে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুই দিন সময় লাগবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত