ঝালকাঠি প্রতিনিধি
সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।
সরকারি সার–ধান আত্মসাতের মামলায় ঝালকাঠির কাঠালিয়া আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মিঠু সিকদার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাংগালিয়া গ্রামের শাহ্ আলম সিকদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বছরের এপ্রিল মাসে কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪ জুন আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশা করে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করে। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করে। তার সূত্রধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন–ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।
পিরোজপুরে আব্দুল্লাহ আল নোমান গাজী নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় এক যুবককে মাদক কারাবারে বাধা দেওয়ার ক্ষোভে নোমানের ওপর এই হামলা চালানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামের একটি...
১০ মিনিট আগেনরসিংদীতে পাওনার ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৮ ঘণ্টা আগে