Ajker Patrika

বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে বলছে, আমরা পড়ি নাই: মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭: ০১
বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে বলছে, আমরা পড়ি নাই: মেনন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে আমরা মাটিতে পড়ি নাই, এটা অক্ষমের প্রলাপ বকছে তারা। জনগণের কাছে তারা পরাজিত হয়েছে।’

আজ মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

বিদেশি কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে রাশেদ খান মেনন বলেন, ‘তাদের হস্তক্ষেপ নির্বাচনকে অবাধ করার উদ্দেশ্য ছিল না। তারা হস্তক্ষেপ করেছিল নির্বাচন বানচালের জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে।’ 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, বরং প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। অনেক ভোটারকে ফিরিয়ে দিয়েছে তারা।’ 

 ১৪ দলের শীর্ষ নেতাদের পরাজয় প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ফলাফল মূল্যায়ন নিয়ে দলগুলো এখন পর্যন্ত নিজেরা বসতে পারেনি।’ এ নিয়ে সামগ্রিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া হবে না বলে তিনি মনে করেন। 

রাশেদ খান মেনন বলেন, ‘ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক কাজ। তাদের এ প্রতিক্রিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’ 

বরিশাল বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এর আগে সংসদে থাকাকালে তিনি চেষ্টা করেছিলেন বরিশালের সব এমপিকে একত্রিত করে সমন্বিত উদ্যোগ নেওয়ার। নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। আবার নতুন করে উদ্যোগ নেবেন। 

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বিভাগে আমির হোসেন আমুর (আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য) পরে তিনি (মেনন) সিনিয়র নেতা। উন্নয়ন হওয়া না হওয়ার বিষয়টি মন্ত্রী হওয়ার ওপর নির্ভর করে না। নির্ভর করে উদ্যোগের ওপর। 

তিনি মন্ত্রী থাকাকালে বরিশাল নগরীতে পর্যটন মোটেল (পাঁচ তারকা) ও ট্রেনিং সেন্টার করার উদ্যোগ নিয়েছিলেন। পরে সেটা অর্থ মন্ত্রণালয়ে আটকে যায়। বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। তা ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাতে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোলার গ্যাস বরিশালে ব্যবহারে ব্যবস্থা নেবেন। 

এ সময় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত