Ajker Patrika

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৩ দাবিতে সমাবেশ

ভোলা সংবাদদাতা
ভোলায় সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
ভোলায় সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার বাসিন্দারা।

রোববার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদ্দিন।

তিনি বলেন, ভোলার গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।

জসিমউদ্দিন বলেন, ‘কর্মসূচির মধ্যে ২৭ এপ্রিল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। দরকার হলে প্রত্যেক উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। দাবি আদায় না হলে আমরা ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু বাইরে যাবে না। এরপরেও যদি দাবি মানা না হয়, ভোলা থেকে কর প্রদান বন্ধ করে দেব। সরকার যদি এর জন্য কোনো অ্যাকশনে যায়, ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।’

সমাবেশে বদ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মোশারেফ হোসেন অমী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নারী নেত্রী খালেদা খানম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাহিমসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ভোলায় যে তিন দাবিতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন, সেই দাবিগুলো যৌক্তিক এবং জনসম্পৃক্ত উল্লেখ করে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এসব দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত