ভোলা সংবাদদাতা
ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার বাসিন্দারা।
রোববার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদ্দিন।
তিনি বলেন, ভোলার গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।
জসিমউদ্দিন বলেন, ‘কর্মসূচির মধ্যে ২৭ এপ্রিল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। দরকার হলে প্রত্যেক উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। দাবি আদায় না হলে আমরা ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু বাইরে যাবে না। এরপরেও যদি দাবি মানা না হয়, ভোলা থেকে কর প্রদান বন্ধ করে দেব। সরকার যদি এর জন্য কোনো অ্যাকশনে যায়, ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।’
সমাবেশে বদ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মোশারেফ হোসেন অমী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নারী নেত্রী খালেদা খানম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাহিমসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভোলায় যে তিন দাবিতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন, সেই দাবিগুলো যৌক্তিক এবং জনসম্পৃক্ত উল্লেখ করে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এসব দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার বাসিন্দারা।
রোববার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদ্দিন।
তিনি বলেন, ভোলার গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।
জসিমউদ্দিন বলেন, ‘কর্মসূচির মধ্যে ২৭ এপ্রিল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। দরকার হলে প্রত্যেক উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। দাবি আদায় না হলে আমরা ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু বাইরে যাবে না। এরপরেও যদি দাবি মানা না হয়, ভোলা থেকে কর প্রদান বন্ধ করে দেব। সরকার যদি এর জন্য কোনো অ্যাকশনে যায়, ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।’
সমাবেশে বদ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মোশারেফ হোসেন অমী, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নারী নেত্রী খালেদা খানম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাহিমসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভোলায় যে তিন দাবিতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছেন, সেই দাবিগুলো যৌক্তিক এবং জনসম্পৃক্ত উল্লেখ করে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এসব দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৬ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২১ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২৫ মিনিট আগে