Ajker Patrika

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১২: ৪৪
চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু


চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মো. নজরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ঘোষেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

স্থানীয়রা জানান, নজরুল নীলকমল ইউনিয়নের বাংলাবাজারের কাছে একটি পাকা ভবনের কাজ করতেন। শুক্রবার দুপুরে সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে ঘোষেরহাট বাজারের উত্তর পাশে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নজরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত