Ajker Patrika

মোবাইল ব্যাংকিং এজেন্টের সঙ্গে প্রতারণা, কনস্টেবল গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫৪
গ্রেপ্তার জাহিদ বকাউল। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার জাহিদ বকাউল। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।

উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।

হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত