পাথরঘাটা (বরগুনা) বরগুনা
দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উদ্ধারকারী ট্রলার জেলেদের নিয়ে বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরেছে।
রোববার ভোর ৩টার দিকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকা থেকে দক্ষিণে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাকি ১১ জেলের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক পাথরঘাটা পৌর এলাকার মারুফ হোসেন জানান, পহেলা ফেব্রুয়ারি পাথরঘাটা ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি আল আমিন নামের ট্রলারটি। এরপর থেকে তারা সাগরে মাছ শিকার করছিল। গতকাল শনিবার সোনারচর এলাকায় জাল ফেলে রাতে অর্ধেক জাল টানেন এবং বাকি জালগুলো সকালে টানার জন্য রেখে ঘুমিয়ে পরে জেলেরা। ভোরের দিকে মাঝি ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের অর্ধেক ডুবে গেছে। এর পর অন্য জেলেদের ঘুম থেকে ডাকার মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। এ সময় জেলেরা নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রোববার বিকেলে পাথরঘাটায় ফিরে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি আল-আমিন নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৮ জেলে সুস্থ আছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাকিব মেহবুব জানান, আমরা এখন পর্যন্ত ট্রলার ডুবির খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।
দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উদ্ধারকারী ট্রলার জেলেদের নিয়ে বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরেছে।
রোববার ভোর ৩টার দিকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকা থেকে দক্ষিণে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাকি ১১ জেলের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক পাথরঘাটা পৌর এলাকার মারুফ হোসেন জানান, পহেলা ফেব্রুয়ারি পাথরঘাটা ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি আল আমিন নামের ট্রলারটি। এরপর থেকে তারা সাগরে মাছ শিকার করছিল। গতকাল শনিবার সোনারচর এলাকায় জাল ফেলে রাতে অর্ধেক জাল টানেন এবং বাকি জালগুলো সকালে টানার জন্য রেখে ঘুমিয়ে পরে জেলেরা। ভোরের দিকে মাঝি ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের অর্ধেক ডুবে গেছে। এর পর অন্য জেলেদের ঘুম থেকে ডাকার মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। এ সময় জেলেরা নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রোববার বিকেলে পাথরঘাটায় ফিরে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি আল-আমিন নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৮ জেলে সুস্থ আছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাকিব মেহবুব জানান, আমরা এখন পর্যন্ত ট্রলার ডুবির খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৫ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে