পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে বরগুনার পাথরঘাটার আড়াইশো জেলে উদ্ধার হলেও তিন দিন ধরে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন ১৭ জন জেলে। এফবি এলাহী ভরসা নামের ওই মাছ ধরার ট্রলারটিতে মাঝি-মাল্লা হিসেবে তারা সাগরে গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, এফবি এলাহী ভরসা ট্রলারের মালিক মোহাম্মদ রফিক। গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ট্রলারের মাঝি-মাল্লাদের সঙ্গে রফিকের যোগাযোগ ছিল।
এ বিষয়ে বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার নিখোঁজ জেলেদের স্বজনদের বরাতে আজকের পত্রিকাকে জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ঘাটের দিকে ফিরছিলেন আওয়াল মাঝি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেটওয়ার্কের মধ্যে এসে জেলেরা স্বজনদের জানান, আবহাওয়া খারাপ থাকায় পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলারটি নোঙর করেছেন তারা। আবহাওয়া ভালো হলে ঘাটের দিকে রওনা দেবেন। কিন্তু এর কিছু পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি হারুন বিশ্বাসের ছেলে আউয়াল বিশ্বাস (৪৮), শাহজাহান মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫), মেনাজ উদ্দিন বয়াতীর ছেলে আব্দুল খালেক (৫০), মোহাম্মদ শাহ আলম খানের ছেলে মোহাম্মদ নান্টু খান (৩৫), আব্দুল মজিদের ছেলে মাহতাব (৪৫), পনু মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৪৩), সফেজ উদ্দিনের ছেলে কালু মিয়া (৪০), আব্দুল ছত্তার আকনের ছেলে মোহাম্মদ মনির হোসেন (৪৫), জেন্নাত আলীর ছেলে সহিদুল ইসলাম (৪০), মৃত চান মিয়া সুবাহান খাঁ (৭১), ওহাব আলীর ছেলে মো. ইউনুস সর্দার (৭৩), মৃত ছয়জুদ্দিনের ছেলে মো. খলিল (৬১), মো. আমজাদের ছেলে আব্দুর রব (৬০), হারুন বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস (৩৫), মো. আঃ জব্বারের ছেলে লিটন (৪১), আঃ সালামের ছেলে আবুল কালাম (৩৬)। এদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা বিভিন্নভাবে উদ্ধার হয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের তিন দিন পার হলেও এফবি এলাহী ভরসা ট্রলারসহ ১৭ জেলে নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে নিখোঁজ ট্রলারের সন্ধানে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথ উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করা হয়েছে।’
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে বরগুনার পাথরঘাটার আড়াইশো জেলে উদ্ধার হলেও তিন দিন ধরে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন ১৭ জন জেলে। এফবি এলাহী ভরসা নামের ওই মাছ ধরার ট্রলারটিতে মাঝি-মাল্লা হিসেবে তারা সাগরে গিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, এফবি এলাহী ভরসা ট্রলারের মালিক মোহাম্মদ রফিক। গত বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ট্রলারের মাঝি-মাল্লাদের সঙ্গে রফিকের যোগাযোগ ছিল।
এ বিষয়ে বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার নিখোঁজ জেলেদের স্বজনদের বরাতে আজকের পত্রিকাকে জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ঘাটের দিকে ফিরছিলেন আওয়াল মাঝি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেটওয়ার্কের মধ্যে এসে জেলেরা স্বজনদের জানান, আবহাওয়া খারাপ থাকায় পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ট্রলারটি নোঙর করেছেন তারা। আবহাওয়া ভালো হলে ঘাটের দিকে রওনা দেবেন। কিন্তু এর কিছু পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি হারুন বিশ্বাসের ছেলে আউয়াল বিশ্বাস (৪৮), শাহজাহান মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫), মেনাজ উদ্দিন বয়াতীর ছেলে আব্দুল খালেক (৫০), মোহাম্মদ শাহ আলম খানের ছেলে মোহাম্মদ নান্টু খান (৩৫), আব্দুল মজিদের ছেলে মাহতাব (৪৫), পনু মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৪৩), সফেজ উদ্দিনের ছেলে কালু মিয়া (৪০), আব্দুল ছত্তার আকনের ছেলে মোহাম্মদ মনির হোসেন (৪৫), জেন্নাত আলীর ছেলে সহিদুল ইসলাম (৪০), মৃত চান মিয়া সুবাহান খাঁ (৭১), ওহাব আলীর ছেলে মো. ইউনুস সর্দার (৭৩), মৃত ছয়জুদ্দিনের ছেলে মো. খলিল (৬১), মো. আমজাদের ছেলে আব্দুর রব (৬০), হারুন বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস (৩৫), মো. আঃ জব্বারের ছেলে লিটন (৪১), আঃ সালামের ছেলে আবুল কালাম (৩৬)। এদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা বিভিন্নভাবে উদ্ধার হয়েছেন। তবে ঘূর্ণিঝড়ের তিন দিন পার হলেও এফবি এলাহী ভরসা ট্রলারসহ ১৭ জেলে নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে নিখোঁজ ট্রলারের সন্ধানে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথ উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করা হয়েছে।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
৬ ঘণ্টা আগে