পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌ পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।
মৃত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।
রাঙ্গাবালী নৌ পুলিশকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা লিডার মজিবুর রহমান বলেন, ‘গতকাল বেলা ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি।’
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই অন্য জেলে এবং নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড অভিযানে যোগ দেয়। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও আজ সকাল থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ পুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
৪ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১০ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১৭ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে