Ajker Patrika

পাথরঘাটায় ফাঁদসহ হরিণ শিকারি আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯: ৩৬
পাথরঘাটায় ফাঁদসহ হরিণ শিকারি আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে চরদুয়ানী নৌ-পুলিশ। আজ বুধবার দক্ষিণ চরদুয়ানী বলেশ্বর নদের তীর থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম কুদ্দুস রাজা। এ সময় তাঁর কাছ থেকে ৫৩০টি ফাঁদ জব্দ করা হয়। 

চরদুয়ানী নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম সরদার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

শহিদুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নদ-নদীতে মাছ ধরা ট্রলারের চলাচল না থাকায় হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হরিণ শিকার করে মাংস বিক্রি করে। 

গোপন সূত্রে খবর পেয়ে গত তিন দিন বলেশ্বর নদে অভিযান চালিয়ে ১ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ, দুটি ছোট ট্রলারসহ এক শিকারিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ১২টি বস্তায় কমপক্ষে ১৫টি হরিণের মাংস নদে ফেলে চার-পাঁচজন শিকারি নদে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। শিকারিদের ধাওয়া করতে গিয়ে হরিণের সেই সব মাংস উদ্ধার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত