Ajker Patrika

মহিপুরে এক জালেই ধরা ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখ টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮: ১৪
Thumbnail image

পটুয়াখালীর মহিপুরে একদল জেলের এক জালেই ১৭০ মন ইলিশ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব মাছ মহিপুরের মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। 

এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি বলেন, ‘এ বছর ওই জেলে সবচেয়ে বেশি পরিমাণ ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে।’ 

পটুয়াখালীর মহিপুরে এক জেলের জালে ১৭০ মন ইলিশ ধরা পড়েছে। ছবি: আজকের পত্রিকাওই জেলেদের দলনেতার নাম আবুল খায়ের (৪৫)। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুমের শুরুতে মাছ না পড়ায় অনেক হতাশার মধ্যে ছিলাম। এখন আশা করছি ইনশাআল্লাহ সমস্যা কাটিয়ে উঠতে পারব।’ 

পটুয়াখালীর মহিপুরে এক জেলের জালে ১৭০ মন ইলিশ ধরা পড়েছে। ছবি: আজকের পত্রিকামিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তাঁর জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে গতকাল সন্ধ্যার দিকে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর সাগরে চলে যান।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এসব মাছ ৪৮ হাজার টাকায় ১ মণ, ৪২ হাজার করে ৫৭ মণ, ৩৩ হাজার করে ৬৮ মণ, ২৭ হাজার করে ৯ মণ ও ১৫ হাজার করে ৩৫ মণ মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত