Ajker Patrika

বরিশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বরিশাল প্রতিনিধি
বরিশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সোমবার সকালে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। থানা-পুলিশ ও স্বজনের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

নিহতেরা হলেন, বাকেরগঞ্জের চরামদ্দী এলাকার নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫), তরকারী ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২)। 

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রি জানান, সকালে বাকেরগঞ্জ থেকে একটি সিএনজি বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানের সামনের অংশ বিধ্বস্ত হয়। গুরুতর আহত হয় ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 

এদিকে গুরুতর আহতাবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও সিএনজি যাত্রী মিরাজুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন স্বজনেরা। তবে পথেই মাইক্রোবাস চালক জাহাঙ্গীর এবং তরকারী ব্যবসায়ী মিরাজুল ইসলামের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত