প্রতিনিধি, বরগুনা
বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে দুটি লঞ্চ। আজ রোববার সকাল সাড়ে ৯ ’টা ও দশটায় দুটি লঞ্চ বরগুনা নৌ বন্দর ঘাট ত্যাগ করে। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
এমকে শিপিং লাইসেন্স বরগুনা ঘাট ব্যবস্থাপক এনায়েত হোসেন জানান, গতকাল রাতেই আমরা জানতে পারি সাময়িক নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তড়িঘড়ি করে আমরা স্টাফদের খবর দিয়ে আজ লঞ্চ ছেড়েছি।
এনায়েত বলেন, বিশেষ ট্রিপে আমরা এমভি অভিযান-১০ ও এমভি রাজারহাট-বি এই দুটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। দুটি লঞ্চই সবগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট পৌঁছাবে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আরিফুর রহমান নামের একজন যাত্রী জানান, ডেকে ৫০০, সিঙ্গেল কেবিনে ১৫০০ এবং ডাবলে ২৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ, ডেকে ৪০০, সিঙ্গেল কেবিনে ১২০০ এবং ডাবলে ২৪০০ টাকা নিয়মিত ভাড়া।
প্রসঙ্গে এমকে শিপিং লাইসেন্সের ঘাট ব্যবস্থাপক এনায়েত বলেন, হুট করেই লঞ্চ ছাড়ার সিদ্ধান্তে স্টাফ সংকট পড়েছে লঞ্চ কর্তৃপক্ষ। স্পেশাল ট্রিপের জন্য অতিরিক্ত টাকা দিয়ে স্টাফ জোগাড় করা হয়েছে। এ কারণে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের চাপের কারণে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হয়নি। তবে লঞ্চে ওঠার আগে আমরা মাস্ক পরিধান, হাত ধোয়া নিশ্চিত করেছি।
বরগুনা নৌ বন্দরের কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্পেশাল ট্রিপে দুটি লঞ্চ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে সেটা শতভাগ সম্ভব হয়নি। ভাড়া বেশি আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
বরগুনা থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে দুটি লঞ্চ। আজ রোববার সকাল সাড়ে ৯ ’টা ও দশটায় দুটি লঞ্চ বরগুনা নৌ বন্দর ঘাট ত্যাগ করে। অতিরিক্ত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
এমকে শিপিং লাইসেন্স বরগুনা ঘাট ব্যবস্থাপক এনায়েত হোসেন জানান, গতকাল রাতেই আমরা জানতে পারি সাময়িক নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তড়িঘড়ি করে আমরা স্টাফদের খবর দিয়ে আজ লঞ্চ ছেড়েছি।
এনায়েত বলেন, বিশেষ ট্রিপে আমরা এমভি অভিযান-১০ ও এমভি রাজারহাট-বি এই দুটি লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। দুটি লঞ্চই সবগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট পৌঁছাবে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আরিফুর রহমান নামের একজন যাত্রী জানান, ডেকে ৫০০, সিঙ্গেল কেবিনে ১৫০০ এবং ডাবলে ২৮০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ, ডেকে ৪০০, সিঙ্গেল কেবিনে ১২০০ এবং ডাবলে ২৪০০ টাকা নিয়মিত ভাড়া।
প্রসঙ্গে এমকে শিপিং লাইসেন্সের ঘাট ব্যবস্থাপক এনায়েত বলেন, হুট করেই লঞ্চ ছাড়ার সিদ্ধান্তে স্টাফ সংকট পড়েছে লঞ্চ কর্তৃপক্ষ। স্পেশাল ট্রিপের জন্য অতিরিক্ত টাকা দিয়ে স্টাফ জোগাড় করা হয়েছে। এ কারণে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের চাপের কারণে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হয়নি। তবে লঞ্চে ওঠার আগে আমরা মাস্ক পরিধান, হাত ধোয়া নিশ্চিত করেছি।
বরগুনা নৌ বন্দরের কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, স্পেশাল ট্রিপে দুটি লঞ্চ বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে সেটা শতভাগ সম্ভব হয়নি। ভাড়া বেশি আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১১ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
১৭ মিনিট আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেমোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৩৩ মিনিট আগে