Ajker Patrika

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট বন্ধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে মাহেন্দ্র, সিএনজি ও থ্রি হুলাইর চালক সমিতি, ঝালকাঠি জেলার সভাপতি কামাল হোসেন হাওলাদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি-বরিশাল সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি ও মাহিন্দ্র চলাচল করছে। সম্প্রতি ষাটপাকিয়া ও ভৈরবপাশা এলাকায় বাস মালিক সমিতির নামে কিছু ব্যক্তি চেকপোস্ট বসিয়ে চালকদের হয়রানি, মারধর, গালাগাল ও গাড়ি ভাঙচুর করছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে এবং রোগীবাহী গাড়ি চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। এতে চালকেরা চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটে পড়েছেন। আগে তিনবার ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাস মালিক সমিতির লোকজন তাদের গাড়ি নিয়ে রাস্তায় দেখলেই হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। বক্তারা এ বিষয়ে সমাধানে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে তাদের অভিযোগগুলো লিখিতভাবে দাখিল করে।

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস মালিক সমিতির চেকপোস্টের নামে সাধারণ যাত্রী ও চালকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, ঝালকাঠি-বরিশাল বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট বন্ধের দাবিতে কোনো প্রতিবাদ জানালেই তারা বাস ধর্মঘটের ডাক দিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত