Ajker Patrika

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিখোঁজ জেলেরা হলেন, মো. এরশাদ (৩৫), মো. মমিন (২৫) ও মো. আকবর (৩৫)। তারা সবাই চরপাতা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে ট্রলারে থাকা তিন জেলে। তারা হলেন, সোহেল (২০), জামাল (৩৫), ইদ্রিস (৫০)। আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ট্রলারের মালিক আব্দুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে ট্রলারটি ৯ জন জেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ ওই লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ৬ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধার কাজ পরিচালনা করেন। 

ট্রলারডুবির ঘটনায় নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ পরিচালনা করছে ভোলা কোস্টগার্ডএদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনেরা। এ বিষয়ে তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন। 

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত