Ajker Patrika

নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই, অবস্থা আশঙ্কাজনক

ভোলা প্রতিনিধি
নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই, অবস্থা আশঙ্কাজনক

নিজের পিস্তলের গুলিতে ভোলার পূর্ব ইলিশা নৌ থানায় মোকতার হোসেন নামে এক এএসআই আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। গতকাল রোববার থানায় অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। 

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে, ‘রোববার বিকেলে পূর্ব ইলিশা নৌ থানা–পুলিশ সদস্যরা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস ফায়ার হয়ে মোকতার গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। 

পূর্ব ইলিশা নৌ থানায় ডিউটিরত পুলিশ সদস্য সনজিব বলেন, ‘ঘটনার সময় আমরা আটজন ছিলাম। মোকতার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টেবল বরিশালে নিয়ে গেছেন। বাকি পাঁচজন থানায় আছেন।’ 

বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রোববার বিকেলে পুলিশের এএসআই মোকতার হোসেন দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নিজের কাছে থাকা পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত