Ajker Patrika

পিরোজপুরে অস্ত্রের মুখে খামারির ১৩টি গরু লুট

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯: ৪৭
পিরোজপুরে অস্ত্রের মুখে খামারির ১৩টি গরু লুট

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি খামার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সবগুলো গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে কয়েকশ গজ দূরে লুটের এ ঘটনা ঘটে। 

খামারটির মালিক মো. রিয়াজ হাওলাদার জানান, ২০১৭ সালে এক আত্মীয়ের জমিতে তিনি গরুর খামারটি শুরু করেছিলেন। সর্বশেষ খামারে ফ্রিজিয়ান ও জার্সি প্রজাতির ৭টি গাভী ও ৬টি বাছুর ছিল। তিনি এক শ্রমিকের সঙ্গে রাতেই ওই খামারে থাকতেন। আজ রোববার ভোররাত ৩টার দিকে গরুর শব্দ শুনে খামারের পাশে থাকা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় ৩-৪ জন লোক ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের হাত ও চোখ বেঁধে ফেলে। 

এরপর দুইটি পিকআপযোগে গরুগুলো তুলে নিয়ে সেখান থেকে সটকে পড়ে চক্রটি। এ সময় তাঁর কাছে থাকা মোবাইলফোনও জোর করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সকলের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাঁরা কাউকে চিনতে পারেননি। পরবর্তীতে হাতের বাধন খুলে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে রিয়াজ। এ ঘটনায় তার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান জানান, সিকদার মল্লিক ইউনিয়নে গরু লুটকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। খবর পেয়ে সকালেই পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পাশের থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত