Ajker Patrika

ঝালকাঠিতে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, ট্রাকচালক আটক

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১০: ১৫
Thumbnail image

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাছ ব্যবসায়ী শহিদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহিদ উপজেলার বলাইবাড়ী এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান, সড়কের একপাশে আবাসন প্রকল্পের কাজের মালপত্র থাকায় ইজিবাইকটি সড়কের মাঝে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী গাছ ব্যবসায়ী শহিদ নিহত হন এবং হাসপাতালে নিলে জাহাঙ্গীরও মারা যান। 

এ ঘটনায় ট্রাকচালক বাহাদুরকে আটক করা হয়েছে। বাহাদুর উপজেলার আমিনবাড়ী এলাকার হেমায়েত মৃধার ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত