কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় ‘রোজ ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্ট’ ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী এম এ খায়ের মোল্লা। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে করেন তিনি। এ সময় তিনি নিজের নিরাপত্তা এবং হামলার হুমকির বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট কুয়াকাটা পৌরসভার নবীনপুরে অবস্থিত ‘রোজ ভ্যালী মোটেল অ্যান্ড রিসোর্ট’ দখলের চেষ্টায় হামলা ও ভাঙচুর করে পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার মো. জসিম শিকদার রানা ও তাঁর ভাই কবির শিকদার। একপর্যায়ে তাঁরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অন্যথায় হোটেলের ম্যানেজার রেজাউল করিম, তাজুল ব্যাপারী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মারধের হুমকি দেয়। এতে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করতে যাই। কিন্তু আদালত চত্বর থেকে জসিম শিকদার রানা, কবির শিকদার, সাঈদুর রহমান, মো. রনিসহ ৩০-৪০ জনের একটি দল আমাকে অপহরণ করে নিয়ে যায়।’
তিনি বলেন, জসিম শিকদারের নিজের গাড়িতে (ঢাকা মেট্রো-গ-২৩-৩০৩৮) করে লোহালিয়া ব্রিজ পার হয়ে কিছু দূরে বিলের মাঝে নির্জন এলাকায় নিয়ে বেধড়ক মারধর করে। রাতভর আমাকে নির্যাতন করে। অস্ত্রের মুখে জিম্মি করে একশ টাকা মূল্যের ১২টি নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেয়। এরপর গতকাল ১৫ অক্টোবর (মঙ্গলবার) জসিম শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রোজভ্যালী হোটেল পুনরায় দখল করতে যায়। এতে সহযোগিতা করে স্থানীয় কিছু সুবিধাবাদী।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পুলিশ আসামি জসিম শিকদারের ব্যবহৃত গাড়িটি ড্রাইভারসহ জব্দ করেছে। এ অবস্থায় প্রাণভয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও বিশেষ দৃষ্টি কামনা করেছি।’
অভিযোগের বিষয়ে জসিম শিকদার রানা বলেন, ‘এই জমির প্রকৃত মালিক হয়েও বিগত বছরে ধারে কাছেও আসতে পারিনি। খায়ের মোল্লা নামে এক লোক জোরপূর্বক ভোগ-দখল করে আসছে। সরকার পরিবর্তন হওয়ার পর আইনি প্রক্রিয়ায় হোটেলটি পুনরুদ্ধারের জন্য পটুয়াখালী আদালতে মামলা করি। বিজ্ঞ আদালত থেকে আমি রায় পাই। প্রকৃত দলিল অনুযায়ী, আমি এই হোটেলের মালিক।’
পটুয়াখালীর কুয়াকাটায় ‘রোজ ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্ট’ ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী এম এ খায়ের মোল্লা। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে করেন তিনি। এ সময় তিনি নিজের নিরাপত্তা এবং হামলার হুমকির বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট কুয়াকাটা পৌরসভার নবীনপুরে অবস্থিত ‘রোজ ভ্যালী মোটেল অ্যান্ড রিসোর্ট’ দখলের চেষ্টায় হামলা ও ভাঙচুর করে পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার মো. জসিম শিকদার রানা ও তাঁর ভাই কবির শিকদার। একপর্যায়ে তাঁরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অন্যথায় হোটেলের ম্যানেজার রেজাউল করিম, তাজুল ব্যাপারী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মারধের হুমকি দেয়। এতে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করতে যাই। কিন্তু আদালত চত্বর থেকে জসিম শিকদার রানা, কবির শিকদার, সাঈদুর রহমান, মো. রনিসহ ৩০-৪০ জনের একটি দল আমাকে অপহরণ করে নিয়ে যায়।’
তিনি বলেন, জসিম শিকদারের নিজের গাড়িতে (ঢাকা মেট্রো-গ-২৩-৩০৩৮) করে লোহালিয়া ব্রিজ পার হয়ে কিছু দূরে বিলের মাঝে নির্জন এলাকায় নিয়ে বেধড়ক মারধর করে। রাতভর আমাকে নির্যাতন করে। অস্ত্রের মুখে জিম্মি করে একশ টাকা মূল্যের ১২টি নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেয়। এরপর গতকাল ১৫ অক্টোবর (মঙ্গলবার) জসিম শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রোজভ্যালী হোটেল পুনরায় দখল করতে যায়। এতে সহযোগিতা করে স্থানীয় কিছু সুবিধাবাদী।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পুলিশ আসামি জসিম শিকদারের ব্যবহৃত গাড়িটি ড্রাইভারসহ জব্দ করেছে। এ অবস্থায় প্রাণভয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও বিশেষ দৃষ্টি কামনা করেছি।’
অভিযোগের বিষয়ে জসিম শিকদার রানা বলেন, ‘এই জমির প্রকৃত মালিক হয়েও বিগত বছরে ধারে কাছেও আসতে পারিনি। খায়ের মোল্লা নামে এক লোক জোরপূর্বক ভোগ-দখল করে আসছে। সরকার পরিবর্তন হওয়ার পর আইনি প্রক্রিয়ায় হোটেলটি পুনরুদ্ধারের জন্য পটুয়াখালী আদালতে মামলা করি। বিজ্ঞ আদালত থেকে আমি রায় পাই। প্রকৃত দলিল অনুযায়ী, আমি এই হোটেলের মালিক।’
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে