Ajker Patrika

সেই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১৭: ৩৭
সেই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীতে এসে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া জামালপুরের তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১র দিকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি। 

আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, ঢাকার উত্তরা থেকে আসা জামালপুরের ওই তরুণী গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত এক ছাত্রের বাড়ি বরগুনার চান্দখালীতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী পরিচয় দেন। পরবর্তী সময়ে ওই যুবকের মামাকে অবরুদ্ধ করে স্থানীয় লোকজনের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি।

সেখানে অবস্থান নিয়ে বিয়ের দাবি মেনে না নিলে আত্মহত্যার হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ওই যুবকের মা-বাবা ওই বাসায় আসার পর তাদেরও অবরুদ্ধ এবং স্থানীয় লোকজনের সহায়তায় জিম্মি করা হয়। পরে যুবকের মা-বাবা ওই তরুণীকে তাঁর আগের বিয়ের তালাকনামা, বৈধ অভিভাবক হাজির করা ও গণমাধ্যমের সঙ্গে কথা না বলাসহ তিনটি শর্ত দেন এবং এসব শর্ত পূরণ করলে বিয়ের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু তরুণী শর্ত ভেঙে গণমাধ্যমে কথা বলা চালিয়ে যান এবং বিয়ের তালাকনামা ও অভিভাবক হাজির করতে ব্যর্থ হয়ে উল্টো আত্মহত্যার হুমকি দিতে থাকেন। এ অবস্থায় ওই যুবকের বাবা মঙ্গলবার বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রতিকার চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।  

মামলার বাদী ও যুবকের বাবা মোশাররফ হোসেন বলেন, ‘ওই তরুণী নিজেকে একটি ভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত ও অবিবাহিত দাবি করে আমার ছেলেকে বিয়ের দাবিতে চান্দখালীতে আমার ভাড়া বাসায় এসে অবস্থান নেয়। আমরা তরুণীকে শর্ত দিয়েছিলাম। কিন্তু সে তা পূরণ করতে ব্যর্থ হয়ে উল্টো আত্মহত্যার হুমকি দিয়ে আমাদের হয়রানি করে আসছে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েছি।

‘এমনকি সে ভার্সিটিতে পড়াশোনার বিষয়টি মিথ্যে বলেছে। তার আগের বিয়ের বিষয়টিও আমাদের কাছে গোপন করেছিল। পরে গণমাধ্যমের কল্যাণে আমরা সব জানতে পারি। এ অবস্থায় আদালতের কাছে আইনি প্রতিকার চেয়েছি। আদালত আদেশ দিয়েছেন।’ 

এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি এখনো আদালতের আদেশ হাতে পাইনি। আদেশ পেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ সম্পর্কে পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত