Ajker Patrika

বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ড এবং ড্রেজার মালিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার উপস্থিত ছিলেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার ছোনাউডা গ্রামের মো. জাহাঙ্গীর (৩২) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিগাই গ্রামের মো. রাহাদ (৩১)। তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে একই আদালত ড্রেজার মালিক কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার সুনীল বাবুকে এক লাখ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন। 

সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ামজুমদার এলাকার বদনীখালী চর সংলগ্ন বিষখালী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় ৷ পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত