Ajker Patrika

বাকেরগঞ্জের যুবলীগ নেতা অধ্যক্ষ জুবায়ের আলম পারভেজ আর নেই

প্রতিনিধি, বাকেরগঞ্জ, বরিশাল
বাকেরগঞ্জের যুবলীগ নেতা অধ্যক্ষ জুবায়ের আলম পারভেজ আর নেই

বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এবং বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম জুবায়ের আলম পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল ৫টায় মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

আজ রাতে তাঁর মরদেহ বরিশালের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। এর আগে রাত পৌনে ৯টায় তাঁর ঢাকার বাসার সামনে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। 

জুবায়ের আলম পারভেজ দুরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেড় বছর আগে রোগ শনাক্ত হলে বংলাদেশ ও ভারতে চিকিৎসা নেন। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন। তার গলব্লাডারে ক্যান্সারের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের চিকিৎসকেরা আবার ভারতে যাওয়ার পরামর্শ দেন। ভারতে গিয়ে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। পরে চলতি মাসের শুরুর দিকে দেশে ফিরে আসেন। 

শারিরীক অবস্থার অবনতি হলে এই সপ্তাহে তাঁকে বাসার পাশে অবস্থিত আলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখার জন্য এলাকার অসংখ্য মানুষ এসেছেন। পরে সেখানেই তিনি মারা যান। 

পারভেজের বাড়ি গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের সিকদার বাড়ি। তাঁর বড় ভাই এস এম জুলফিকার হায়দার গত দুই দফায় গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার বাবা কাঞ্চন আলী সিকদারও তিন দফা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 

জুবায়ের আলম পারভেজ ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনি এক ছেলে (৬) ও এক মেয়ে (১২) রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত