Ajker Patrika

বেতাগীতে ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খানের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোসনাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে হোসনাবাদ ভূমি অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধন চলাকালে হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. শাহ আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাসির তালুকদার, সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা বক্তব্য দেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হোসনাবাদ ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। টাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। টাকা না দেওয়ায় তিনি অনেককে হেনস্তা ও অপমান করেছেন। এরকম দুর্নীতিবাজের স্থান হোসনাবাদে হবে না। 

হোসনাবদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হানিফুর রহমান বলেন, ‘আমি কিছুদিন পূর্বে একটি দলিল নামজারি করতে গেলে তহসিলদার জসিম আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। ৫০০ টাকার দাখিলা কাটতে গেলেও তাকে ৩ হাজার টাকা দিতে হয়। দলিলে পরচা আনতে গেলেও অনেক ভোগান্তি পোহাতে হয়। তিনি আসলেই আসলেই একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। কর্তৃপক্ষের কাছে দাবি তাকে অনতিবিলম্বে এখান থেকে অপসারণ করা হোক।’ 

ঘুষ বাণিজ্যের বিষয় অস্বীকার করে হোসনাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আসলাম নামে স্থানীয় এক ব্যক্তি তহসিল অফিসের জমিতে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করে। আমরা পরবর্তীতে সেই ঘরে ভেঙে দেই। সরকারি জমি যেন কেউ দখল করতে না পারে সেজন্য সেখানে বৃক্ষ রোপণ করে সাইনবোর্ড টাঙিয়ে দেই। যুবলীগ নেতা হানিফ আসলামের এই বিষয়ে আমার কাছে তদবির করেছিল। কিন্তু তার তদবির না রাখার কারণে এর জের ধরে তারা আমার বিরুদ্ধে এসব করছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার জসিমের বদলির দাবিতে সকালে মানববন্ধন হয়েছে। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে আমরা তাদের আশ্বাস দিয়েছি জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর তারা মানববন্ধন স্থগিত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত