Ajker Patrika

‘৫ টাকার কেনাকাটা’ টোকেনে মিলছে ইফতার সামগ্রী

প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭: ২০
‘৫ টাকার কেনাকাটা’ টোকেনে মিলছে ইফতার সামগ্রী

ঝালকাঠিঃ ঝালকাঠির  কৃষ্ণকাঠিতে স্বপ্নপূরন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কর্মহীন ১০০ টি পরিবারের মধ্যে ‘৫ টাকার কেনাকাটা’ নামের একটি কুপন বিক্রি করা হয়। যার মাধ্যমে অসহায় মানুষ ইফতার আইটেমের ১০ ধরনের পণ্য নিতে পারবে।

করোনা মহামারিতে যারা কর্মহীন হয়ে পরেছে তাদের জন্য এসএসএসের মাধ্যমে এই ব্যতিক্রমী উদ্যোগ পরিচালিত হচ্ছে।

স্বপ্নপূরণ সামজকল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ খান অশ্রু জানান, ‘৫ টাকার কেনাকাটা’ টোকেন নিলে আমরা প্রত্যেককে ১ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ,  ১ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি,  ১ কেজি খেজুর, ৩ কেজি আলু, ১ কেজি চিড়া, ৫ কেজি চাল, ১ টি মাস্ক দিয়ে থাকি। ইতিমধ্যে ৭৬ জনকে কুপনের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়েছে।  প্রত্যেক ক্রেতা হোম ডেলিভারি অথবা কুপন জমা দিয়ে তাদের ক্রয়কৃত পণ্য নিচ্ছেন।

আগামী শুক্রবারের মধ্যে ১০০ জনকে দেওয়া সম্পন্ন হবে। অবশ্যই নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা ( ৩ফুট দূরত্ব) বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন মসজিদের ওযু খানায় সাবান এবং জনসচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরও করোনা মহামারিতে ৫টাকার কেনাকাটা কর্মসূচী সফলভাবে সম্পন্ন করায় সচেতন মহলে প্রশংসিত হয়েছে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত