নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির কারণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সম্প্রসারণ ও মেয়াদ বাড়াতে অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১১ এপ্রিল) দুপুরে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্যবসায়ীরা প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর কথা বলেছে, এ বিষয়ে অর্থনীতিবিদরা কি বলেছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ইনসেনটিভ প্যাকেজের মেয়াদ বাড়ানো হবে কি-না সে বিষয়ে অর্থনীতিবিদরাও কথা বলেছেন। যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাঁদের অনেকেই পাননি, তাদেরও এই প্যাকেজের আওতায় আনার কথা বলা হয়েছে। এলোকেশন বাড়াতে বলেছেন। এটাকে সম্প্রসারিত এবং মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করবো, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এখন যে ক্রাইসিসটা আমাদের আছে, এটি কোনো একটি দেশের ক্রাইসিস নয়, সারাবিশ্বের ক্রাইসিস। এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস মোকাবিলা করার জন্য আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করবো।’
অর্থনীতিবিদদের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘অর্থনীতিবিদরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের টিম নিয়ে বসবো, বসে এসব বিষয়ে সিদ্ধান্ত নেব। তাদের পরামর্শগুলো এখনো আমাদের কাছে পারমর্শ হিসাবেই আছে।’
সামনে কঠোর লকডাউনে হতদরিদের জন্য কোনো চিন্তা আছে কি-না জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের বাজেট হবে আরও পরে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজে দেখেন। তার চিন্তা হলো দেশের মানুষের জীবন-জীবিকা। এর জন্য যা প্রয়োজন তিনি তা অবশ্যই বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি।
ট্যাক্স-জিডিপির রেশিও বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতিবিদরা ট্যাক্স-জিডিপির রেশিও বাড়াতে বলেছেন। আমাদের দেশে ট্যাক্স-জিডিপির রেশিও কম। আমরা যদি প্রতিটি আইটেমে ট্যাক্স নিতে পারতাম, তাহলে আমাদের ট্যাক্সের রেশিও অনেক ভালো থাকত। আমরা অনেক জায়গায় ট্যাক্স আদায় করি না। সরকারি মেগা প্রজেক্টসহ বিভিন্ন প্রকল্পেও ট্যাক্সেস আদায় করি না। তবে কাগজে কলমে এটা আসা উচিত। প্রতিটা আইটেমের ওপর ট্যাক্স আরোপ করলে ট্যাক্স-জিডিপি বাড়বে কিন্তু সেক্ষেত্রে প্রজেক্টের কস্ট (ব্যয়) বেড়ে যাবে। আবার মানুষের ওপর তার চাপও পড়বে।
সভায় অন্যান্যের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) চেয়ারম্যান ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক, সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর, সিপিডির ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম আকাশ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমদ এফসিএ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ।
করোনা মহামারির কারণে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সম্প্রসারণ ও মেয়াদ বাড়াতে অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১১ এপ্রিল) দুপুরে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্যবসায়ীরা প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর কথা বলেছে, এ বিষয়ে অর্থনীতিবিদরা কি বলেছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ইনসেনটিভ প্যাকেজের মেয়াদ বাড়ানো হবে কি-না সে বিষয়ে অর্থনীতিবিদরাও কথা বলেছেন। যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাঁদের অনেকেই পাননি, তাদেরও এই প্যাকেজের আওতায় আনার কথা বলা হয়েছে। এলোকেশন বাড়াতে বলেছেন। এটাকে সম্প্রসারিত এবং মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করবো, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এখন যে ক্রাইসিসটা আমাদের আছে, এটি কোনো একটি দেশের ক্রাইসিস নয়, সারাবিশ্বের ক্রাইসিস। এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস মোকাবিলা করার জন্য আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করবো।’
অর্থনীতিবিদদের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘অর্থনীতিবিদরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের টিম নিয়ে বসবো, বসে এসব বিষয়ে সিদ্ধান্ত নেব। তাদের পরামর্শগুলো এখনো আমাদের কাছে পারমর্শ হিসাবেই আছে।’
সামনে কঠোর লকডাউনে হতদরিদের জন্য কোনো চিন্তা আছে কি-না জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের বাজেট হবে আরও পরে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজে দেখেন। তার চিন্তা হলো দেশের মানুষের জীবন-জীবিকা। এর জন্য যা প্রয়োজন তিনি তা অবশ্যই বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি।
ট্যাক্স-জিডিপির রেশিও বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতিবিদরা ট্যাক্স-জিডিপির রেশিও বাড়াতে বলেছেন। আমাদের দেশে ট্যাক্স-জিডিপির রেশিও কম। আমরা যদি প্রতিটি আইটেমে ট্যাক্স নিতে পারতাম, তাহলে আমাদের ট্যাক্সের রেশিও অনেক ভালো থাকত। আমরা অনেক জায়গায় ট্যাক্স আদায় করি না। সরকারি মেগা প্রজেক্টসহ বিভিন্ন প্রকল্পেও ট্যাক্সেস আদায় করি না। তবে কাগজে কলমে এটা আসা উচিত। প্রতিটা আইটেমের ওপর ট্যাক্স আরোপ করলে ট্যাক্স-জিডিপি বাড়বে কিন্তু সেক্ষেত্রে প্রজেক্টের কস্ট (ব্যয়) বেড়ে যাবে। আবার মানুষের ওপর তার চাপও পড়বে।
সভায় অন্যান্যের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) চেয়ারম্যান ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক, সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর, সিপিডির ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম আকাশ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমদ এফসিএ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ।
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে (হৃদ্রোগ) যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
১৮ মিনিট আগেখুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
৩৩ মিনিট আগে