Ajker Patrika

সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে

সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে

ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য বাহিনীর সাথে মাঠে থেকে কাজ করবে তাঁরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় এ বাড়তি নিরাপত্তা।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। (২৬ মার্চ) রাতে প্রথমে রাজধানী ঢাকায় এবং পরে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি বলেন, দেশে এখন ভিভিআইপিরা অবস্থান করছেন। অনেক ইসলামি দল মোদিবিরোধী আন্দোলন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে মোদিবিরোধী বিক্ষোভ করছে ইসলামি দলগুলো। শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যায় যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে কুতুবখালী মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই দিন দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে মোদিবিরোধী মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন- রবিউল ইসলাম (২৩), মিরাজুল ইসলাম (২২), জামিল (২০) ও মিজান (৪০)

পুলিশের গুলিতে হাটহাজারীতে ৪ জন নিহতের খবরে বিক্ষোভে উত্তাল হয় ব্রাহ্মণবাড়িয়া। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরের বিভিন্নস্থানে চলে আন্দোলন। পুলিশের শটগানের গুলিতে নিহত হয় আশিক (২০) নামে এক তরুণ।

এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত