Ajker Patrika

আমি নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না : ফেসবুকে মামুনুল

আমি নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না : ফেসবুকে মামুনুল

নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!’

অপর একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া ! তবে কোনো ধরণের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না !! ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ শনিবার এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিলে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান হেফাজতের ইসলামের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত