Ajker Patrika

করোনাভাইরাসের নমুনা দিতে এসে হাসপাতালের সামনে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
করোনাভাইরাসের নমুনা দিতে এসে হাসপাতালের সামনে বৃদ্ধার মৃত্যু

করোনাভাইরাসের নমুনা দিতে এসে হোসনে হুড় বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হোসনে হুড় বেগম (৭১) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। 

বৃদ্ধার পাড়া প্রতিবেশী ও আত্মীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হোসনে হুড় বেগম জেলা শহরের এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনা পরীক্ষা না করে বাড়িতে অবস্থান করেন। গতকাল বুধবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, 'হোসনে হুড় বেগম অসুস্থ শরীর নিয়ে আজ করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর মেয়ে তাঁকে হাসপাতালের সামনে সিএনজি চালিত অটোরিকশায় রেখে ফরম পূরণের জন্য হাসপাতালের ভেতরে যান। এসে দেখেন তাঁর মা হোসনে হুড় বেগম মারা গেছেন।’

নোমান মিয়া আরও বলেন, ‘নমুনা সংগ্রহ করতে না পারায় বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা বলা যাচ্ছে না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত