অমিত গোস্বামী
জীবন পালটে গেছে,
ব্যর্থতার সাথে পরিচয় পড়ন্ত বেলায় চুপিসারে,
আগুন বিদ্রোহ করে অন্তরের গভীরে, ছুটে যেতে চায় অরণ্যে
দাবানল সহসা নিভে যায়, কথা ভেসে ওঠে–সময়ের কাজ সময়ে করতে হয়।
যত দিন বেঁচে আছি
নতুন শস্যের গন্ধ ভরে তোলে মন নিজের মতন
তবু ক্লান্তি গ্রাস করে, ভস্মের মতো ছাই হয়ে যায় প্রেমিক হৃদয়
কাল চলে ঈশারায়, কে যেন বলে ওঠে—সময়ের কাজ সময়ে করতে হয়।
কিছুই কি করি নি আমি
তোমার জন্যে? তুলে কি আনি নি মাটি, নক্ষত্রের আলো,
অক্ষত ঝড়, ভালো কি বাসি নি? তবু তুমি বলো–কপালের দোষ
কালো মেঘ আকাশে ফোঁপায়, মেঘ বলে-সময়ের কাজ সময়ে করতে হয়।
রাত্রি আর আঁধারের মাঝে
যে প্রদীপ জ্বলেছিল সন্ধেবেলায়, জ্বলে জ্বলে নিভে গেছে
এখন গভীর রাত, কালো দুটি পাখা দেখা দিয়ে যায় প্রতিদিন ঘুমে
ভাষা ফোটে তুমুল ব্যথায়, জেগে উঠে বলি—সময়ের কাজ সময়ে করতে হয়।
জীবনের আস্বাদ এক, স্বাদহীনতায় কথা একই—সময়ের কাজ সময়ে করতে হয়।
জীবন পালটে গেছে,
ব্যর্থতার সাথে পরিচয় পড়ন্ত বেলায় চুপিসারে,
আগুন বিদ্রোহ করে অন্তরের গভীরে, ছুটে যেতে চায় অরণ্যে
দাবানল সহসা নিভে যায়, কথা ভেসে ওঠে–সময়ের কাজ সময়ে করতে হয়।
যত দিন বেঁচে আছি
নতুন শস্যের গন্ধ ভরে তোলে মন নিজের মতন
তবু ক্লান্তি গ্রাস করে, ভস্মের মতো ছাই হয়ে যায় প্রেমিক হৃদয়
কাল চলে ঈশারায়, কে যেন বলে ওঠে—সময়ের কাজ সময়ে করতে হয়।
কিছুই কি করি নি আমি
তোমার জন্যে? তুলে কি আনি নি মাটি, নক্ষত্রের আলো,
অক্ষত ঝড়, ভালো কি বাসি নি? তবু তুমি বলো–কপালের দোষ
কালো মেঘ আকাশে ফোঁপায়, মেঘ বলে-সময়ের কাজ সময়ে করতে হয়।
রাত্রি আর আঁধারের মাঝে
যে প্রদীপ জ্বলেছিল সন্ধেবেলায়, জ্বলে জ্বলে নিভে গেছে
এখন গভীর রাত, কালো দুটি পাখা দেখা দিয়ে যায় প্রতিদিন ঘুমে
ভাষা ফোটে তুমুল ব্যথায়, জেগে উঠে বলি—সময়ের কাজ সময়ে করতে হয়।
জীবনের আস্বাদ এক, স্বাদহীনতায় কথা একই—সময়ের কাজ সময়ে করতে হয়।
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৫ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৫ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৬ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৬ দিন আগে