নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
২ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
৯ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১০ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫