নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
‘ও তোর মনের মানুষ এলে দ্বারে, মন যখন জাগলি না রে’ অথবা, ‘এবার তোর মারা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী’ গানগুলো শুনলে মনে হয় এ যেন কোনো বাউল প্রাণেরই আর্তনাদ। অথচ এ গান কোনো আখড়াই বা গৃহবাউলের গান নয়। এ গান এক সম্ভ্রান্ত জমিদার পুত্রের, এ গান রবি ঠাকুরের, রবি বাউলের।
৪ দিন আগেরবীন্দ্রনাথই তো শিশুতীর্থ কবিতায় একদা লিখেছিলেন, ‘ভয় নেই ভাই, মানবকে মহান বলে জেনো!’ পরক্ষণেই বলেছেন, ‘পশুশক্তিই আদ্যাশক্তি পশুশক্তিই শাশ্বত!’ বলেছেন, ‘সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক!’
৫ দিন আগেজার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
১৫ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
১৮ দিন আগে