Ajker Patrika

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ‘সিদ্ধার্থ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ‘সিদ্ধার্থ’

বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী। 

আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। 

নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি। 
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’ 

‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত