১৮৮৯ সালের গ্রীষ্মের এক সন্ধ্যা। লন্ডনের ল্যাংহেম হোটেলে জে এম স্টোডার্টের সঙ্গে ডিনার খেতে বসেছেন আর্থার কোনান ডয়েল ও অস্কার ওয়াইল্ড। মার্কিন ব্যবসায়ী স্টোডার্ট লিপিনকোট’স মানথলি ম্যাগাজিনের সম্পাদক।
ডিনার শেষে বিদায় নেওয়ার আগে ওয়াইল্ড ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’ লেখার কথা দিলেন স্টোডার্টকে। এদিকে কোনান ডয়েল রাজি হলেন, ‘দ্য সাইন অব ফোর’ লিখতে, যেটি কালক্রমে পরিণত হয় শার্লক হোমসের সবচেয়ে জনপ্রিয় কাহিনিগুলির একটিতে।
কোনান ডয়েলের সেই ফলপ্রুস নৈশভোজের বিবরণসহ চিঠি এবং তার হাতে লেখা পাণ্ডুলিপি ‘দ্য সাইন অফ ফোর’সহ আরও কিছু সাহিত্যকর্ম সোথেবি’স, নিউইয়র্কে নিলামে উঠছে।
সোথেবি’সের এক বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র পান্ডুলিপিটি নিলামে ১২ লাখ ডলারে (১৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৫৬০ টাকা) বিক্রি হবে বলে আশা করছে তারা।
পাণ্ডুলিপিটি বেশ পরিচ্ছন্ন। কয়েকটি বানান আমেরিকার রীতিতে সম্পাদনা করেছিলেন স্টোডার্ট। আর কোনান ডয়েল নিজে কিছু শব্দ বদলেছিলেন।
‘কোনান ডয়েলের টিকে থাকা অন্যান্য পাণ্ডুলিপিতেও, যার বেশিরভাগই যাদুঘরে রয়েছে, খুব কম সম্পাদনা বা পরিবর্তন দেখা যায়’। বলেন সোথেবির বই এবং পাণ্ডুলিপির জন্য আন্তর্জাতিকবিষয়ক সিনিয়র বিশেষজ্ঞ সেলবি কিফার।
দ্য সাইন অব ফোর শার্লক হোমস চরত্রটি নিয়ে লেখা কোনান ডয়েলের দ্বিতীয় উপন্যাস। গোয়েন্দাকে নিয়ে লেখা প্রথম উপন্যাস দ্য স্টাডি ইন স্কারলেট বিপুল জনপ্রিয়তা পেলে স্টোডার্ট একে কাজে লাগাতে পান্ডুলিপিটি চান।
লিপিনকোট’স স্যাগাজিনে ১৮৯০ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। আর আবারও হোমস ও ড. ওয়াটসনের রহস্য-রোমাঞ্চকাহিনি আটলান্টিকের দুই তীরের পাঠকের মনে নাড়া দেয়।
পাণ্ডুলিপিটি শিকাগোর সংগ্রাহক ড. রডনি পি. সোয়ান্তকোর বিশাল সংগ্রহের মাত্র একটি অংশ। দুই বছর আগে মারা গিয়েছিলেন সোয়ান্তকো।
অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে এফ. স্কট ফিটজারাল্ডের লেখা চারটি উপন্যাস, যার একটি হল ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর একটি অনুলিপি। যেটায় তিনি নিজের ও স্ত্রী জেল্ডার পক্ষে স্কট অ্যান্ড জেল্ডা লিখে সাক্ষর করেন। এটি আড়াই লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
‘ললিতা’র প্রথম সংস্করণর কপিও উঠছে নিলামে। লেখক ভ্লাদিমির নাবোকভ অপর এক লেখক গ্রাহাম গ্রিনের পাশাপাশি তাঁর স্ত্রী ভেরাকে পাঠিয়েছিলেন এমন দুটি কপি পাওয়া যাবে।
নিলামটি আগামী ২৬ জুন সকাল ১০টায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
*১ ডলার= ১০৯.৫১ টাকা
১৮৮৯ সালের গ্রীষ্মের এক সন্ধ্যা। লন্ডনের ল্যাংহেম হোটেলে জে এম স্টোডার্টের সঙ্গে ডিনার খেতে বসেছেন আর্থার কোনান ডয়েল ও অস্কার ওয়াইল্ড। মার্কিন ব্যবসায়ী স্টোডার্ট লিপিনকোট’স মানথলি ম্যাগাজিনের সম্পাদক।
ডিনার শেষে বিদায় নেওয়ার আগে ওয়াইল্ড ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’ লেখার কথা দিলেন স্টোডার্টকে। এদিকে কোনান ডয়েল রাজি হলেন, ‘দ্য সাইন অব ফোর’ লিখতে, যেটি কালক্রমে পরিণত হয় শার্লক হোমসের সবচেয়ে জনপ্রিয় কাহিনিগুলির একটিতে।
কোনান ডয়েলের সেই ফলপ্রুস নৈশভোজের বিবরণসহ চিঠি এবং তার হাতে লেখা পাণ্ডুলিপি ‘দ্য সাইন অফ ফোর’সহ আরও কিছু সাহিত্যকর্ম সোথেবি’স, নিউইয়র্কে নিলামে উঠছে।
সোথেবি’সের এক বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র পান্ডুলিপিটি নিলামে ১২ লাখ ডলারে (১৩ কোটি ১৪ লাখ ১০ হাজার ৫৬০ টাকা) বিক্রি হবে বলে আশা করছে তারা।
পাণ্ডুলিপিটি বেশ পরিচ্ছন্ন। কয়েকটি বানান আমেরিকার রীতিতে সম্পাদনা করেছিলেন স্টোডার্ট। আর কোনান ডয়েল নিজে কিছু শব্দ বদলেছিলেন।
‘কোনান ডয়েলের টিকে থাকা অন্যান্য পাণ্ডুলিপিতেও, যার বেশিরভাগই যাদুঘরে রয়েছে, খুব কম সম্পাদনা বা পরিবর্তন দেখা যায়’। বলেন সোথেবির বই এবং পাণ্ডুলিপির জন্য আন্তর্জাতিকবিষয়ক সিনিয়র বিশেষজ্ঞ সেলবি কিফার।
দ্য সাইন অব ফোর শার্লক হোমস চরত্রটি নিয়ে লেখা কোনান ডয়েলের দ্বিতীয় উপন্যাস। গোয়েন্দাকে নিয়ে লেখা প্রথম উপন্যাস দ্য স্টাডি ইন স্কারলেট বিপুল জনপ্রিয়তা পেলে স্টোডার্ট একে কাজে লাগাতে পান্ডুলিপিটি চান।
লিপিনকোট’স স্যাগাজিনে ১৮৯০ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। আর আবারও হোমস ও ড. ওয়াটসনের রহস্য-রোমাঞ্চকাহিনি আটলান্টিকের দুই তীরের পাঠকের মনে নাড়া দেয়।
পাণ্ডুলিপিটি শিকাগোর সংগ্রাহক ড. রডনি পি. সোয়ান্তকোর বিশাল সংগ্রহের মাত্র একটি অংশ। দুই বছর আগে মারা গিয়েছিলেন সোয়ান্তকো।
অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে এফ. স্কট ফিটজারাল্ডের লেখা চারটি উপন্যাস, যার একটি হল ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর একটি অনুলিপি। যেটায় তিনি নিজের ও স্ত্রী জেল্ডার পক্ষে স্কট অ্যান্ড জেল্ডা লিখে সাক্ষর করেন। এটি আড়াই লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
‘ললিতা’র প্রথম সংস্করণর কপিও উঠছে নিলামে। লেখক ভ্লাদিমির নাবোকভ অপর এক লেখক গ্রাহাম গ্রিনের পাশাপাশি তাঁর স্ত্রী ভেরাকে পাঠিয়েছিলেন এমন দুটি কপি পাওয়া যাবে।
নিলামটি আগামী ২৬ জুন সকাল ১০টায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
*১ ডলার= ১০৯.৫১ টাকা
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
৭ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
১৫ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১৬ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫