অনলাইন ডেস্ক
গত দুই বছর করোনা মহামারির কারণে বিপর্যস্ত ছিল সারা বিশ্ব। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই হাজির হচ্ছে নতুন সব ভাইরাস, যা ডেকে আনতে পারে আরও মহামারি। বিশেষ করে খুবই সাধারণ বলে বিবেচিত ভাইরাসগুলোর অস্বাভাবিক আচরণ নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মাঙ্কিপক্স ভাইরাস।
ইউরোপ-আমেরিকায় করোনা মহামারির সময় মৃদু সংক্রামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ বেশ কম ছিল। কিন্তু চলতি বছরের মে মাসে অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগে ধারণা করা হতো, এ ধরনের ভাইরাস পেটে সামান্য সমস্যা সৃষ্টি করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ভাইরাস শিশুদের মধ্যে মারাত্মক হেপাটাইটিস বাঁধিয়ে দিতে পারে। এ ছাড়া, শ্বাসনালির প্রদাহ সৃষ্টিকারী ভাইরাসগুলো আগে সাধারণত শীতকালে রোগ ছড়াত। কিন্তু ইদানীং গ্রীষ্মেও শিশুদের মধ্যে রোগ সৃষ্টি করছে এগুলো। মাঙ্কিপক্স ভাইরাস আগে কেবল মধ্য ও পূর্ব আফ্রিকায় পাওয়া গেলেও বর্তমানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ প্রায় সব মহাদেশেই এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
এমন নয় যে, ভাইরাসগুলো আগের চেয়ে শক্তিশালী হয়েছে। বরং বদলে গেছে মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারির সময় আমরা কমবেশি ইমিউনিটি অর্জন করার সঙ্গে সঙ্গে নিজেদের নাজুকও করে ফেলেছি। আমাদের এই দুর্বলতাকে আমলে নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, একটি সংবেদনশীল সময় পার করছে বিশ্ব। তাঁদের আশঙ্কা, সামনে আবারও মহামারি শুরু হতে পারে। এবার মহামারি ছড়াতে পারে আমাদের অতিপরিচিত সাধারণ ভাইরাসগুলোই।
সামনে অস্বাভাবিক কিছু রোগের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের পেডিয়াট্রিক ইমিউনোলজির অধ্যাপক পিটার ব্রডিন। স্বাস্থ্যবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম স্ট্যাটকে তিনি বলেন, ‘সামনে আমাদের অস্বাভাবিক কিছু রোগের মুখোমুখি হতে হবে। তার মানে এই নয় যে এসব রোগ ধ্বংস ডেকে আনবে। তবে এই রোগগুলো আমাদের পরিচিত রোগের মতো হবে না।’
একই প্রসঙ্গে নেদারল্যান্ডসের ইরাসমাস মেডিকেল সেন্টারের ভাইরোসায়েন্স বিভাগের প্রধান ম্যারিয়ন কূপম্যানস বলেন, ‘আমাদের এমন রোগ আক্রমণ করতে পারে, যা আমরা কখনো প্রত্যাশাই করিনি।’
সংক্রামক রোগের ভাইরাসের রোগাক্রান্ত করার প্যাটার্ন পরিবর্তনে সবচেয়ে বেশি বিপদে পড়বে শিশুরা। ভাইরাসের সবচেয়ে বড় বাহক হিসেবে কাজ করে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত শিশুরা ‘জার্ম ম্যাগনেট বা জীবাণু আকর্ষক’ এবং জীবাণুর বংশবৃদ্ধিকারক হিসেবে কাজ করে থাকে।
এদিকে করোনা মহামারির মধ্যে স্কুল, খেলার মাঠসহ সামাজিক পরিমণ্ডলে শিশুদের কোনো রকম চলাফেরা না থাকায় তাদের রোগ প্রতিরোধব্যবস্থা অনেকটাই বদলে গেছে। এমনকি মহামারির মধ্যে যেসব শিশু জন্ম নিয়েছে, তারাও মায়ের কাছ থেকে শ্বসনপ্রণালির মাধ্যমে বিভিন্ন রোগের অ্যান্টিবডি কিংবা জীবাণু নিজের মধ্যে নিয়েই জন্ম নিয়েছে।
শিশুদের রক্তে থাকা অ্যান্টিবডি রোগ প্রতিরোধব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে কাজ করা কূপম্যানস বলেন, ‘আপনি দেখবেন যে মহামারির দ্বিতীয় বছরে জন্ম নেওয়া শিশুদের মধ্যে শ্বসনপ্রণালির রোগ সৃষ্টিকারী ভাইরাসের অ্যান্টিবডির সংখ্যা তুলনামূলক কম। এবং তারা আক্রান্তও হচ্ছে কম।’ কম অ্যান্টিবডি নিয়েও কীভাবে সুস্থ থাকছে এই ধাঁধার উত্তর খুঁজছেন গবেষকেরা। কূপম্যানসের গবেষণা হয়তো ওপরের ধাঁধার উত্তর মেলাতে সক্ষম। তবে সে জন্য অপেক্ষা করতে হবে।
করোনা মহামারি কেবল শিশুর দেহে প্রভাব ফেলেনি। মহামারি-পরবর্তী সময়ে গবেষকেরা দেখেছেন, প্রাপ্তবয়স্কদের শরীরেও বিভিন্ন জীবাণু প্রতিরোধে যে পরিমাণ অ্যান্টিবডি প্রয়োজন, তা উৎপাদিত হচ্ছে না। ফলে রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কমে যাচ্ছে। এ কারণেই ফ্লু বিশেষজ্ঞদের ধারণা, অ্যান্টিবডি কম থাকার কারণে মৃদু সংক্রামক ফ্লুও ভয়াবহ হয়ে উঠতে পারে সমানের দিনগুলোতে।
কূপম্যানস বলছেন, ‘এন্ডেমিক ডিজিজগুলো (স্থানীয় পর্যায়ে ব্যাপক আকারে ছড়ায় এমন রোগ) ছড়িয়ে পড়ার একটি সাধারণ প্যাটার্ন রয়েছে। এই রোগগুলো একটি নির্দিষ্ট মৌসুমে ছড়িয়ে পড়ে। তবে সংক্রমণ স্থানীয় জনসংখ্যার রোগ প্রতিরোধক্ষমতার ওপরও নির্ভর করে অনেকটা।’
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেভিন মেসাকার দীর্ঘ আট বছর ধরে যুক্তরাষ্ট্রের অ্যাকিউট ফ্ল্যাসিড মাইলাইটিস (এএফএম) নিয়ে গবেষণা করছেন। এই রোগের ফলে শিশুদের বিভিন্ন অঙ্গ শক্তিহীন হয়ে পড়ে। তিনি দেখেছেন, প্রতি দুই বছর পর যুক্তরাষ্ট্রে এই রোগের ঢেউ আসে। এর প্রথম ঢেউ দেখা যায় ২০১৪ সালে, তারপর ২০১৬, ২০১৮ সালে। ২০২০ এবং ২০২১ সালে এই রোগের সামান্যতম চিহ্নও দেখা যায়নি দেশটিতে। তবে কেভিন মেসাকারের আশঙ্কা, এ বছর রোগটি ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না পরিস্থিতি কেমন হতে পারে।’
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) উপপরিচালক থমাস ক্লার্ক বলছেন, অনেকের ধারণা, টিকার মাধ্যমে সারিয়ে তোলা যায় এমন রোগের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে আবারও হতে পারে। কারণ, সারা বিশ্বে এখনো অনেক শিশুই করোনাভাইরাস মহামারির সময় টিকা নিতে পারেনি। তবে চলমান মহামারি কেবল এভাবেই সংক্রামক রোগের ছড়িয়ে পড়াকে প্রভাবিত করবে বলে মনে করেন না তিনি। কারণ হিসেবে তিনি বলছেন, টিকা নেওয়ার পরও অনেক শিশুই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। তিনি এমন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা বলেছেন।
আরেক দল গবেষক বলছেন, কেবল নাজুক রোগ প্রতিরোধব্যবস্থা সংবলিত মানুষই সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার প্যাটার্ন পরিবর্তনের কারণ নয়। সে রকমই একজন হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান ডেভিড হ্যেম্যান। তাঁর মতে, আফ্রিকা থেকে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো, বিশ্বজুড়ে মহামারি চলাকালে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা শিথিল করা। এমনকি তিনি মাঙ্কিপক্স সংক্রমণের আরেকটি কারণ হিসেবে পুরুষ সমকামিতাকেও সামনে এনেছেন।
হ্যেম্যান আরও বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে আরোপিত বিধিনিষেধের সময়ও মাঙ্কিপক্স ছিল আফ্রিকায়। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই ভাইরাস ছড়িয়েছে দ্রুত।
পিটার ব্রডিনের ভাষ্য, বিশ্বজুড়ে আগামী কয়েক বছর চলতে পারে এমন অস্থিরতা। স্ট্যাটকে তিনি বলেন, ‘একবার যদি কোনোভাবে বিপুলসংখ্যক মানুষ কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তবে স্বাভাবিকভাবেই হার্ড ইমিউনিটি তৈরি হবে। তবে সংক্রামক ব্যাধির বিষয়ে আমাদের অবশ্যই মৌলিক নীতিমালা অনুসরণ করতে হবে।’
তবে এটিই এখন দেখার বিষয় যে কোনো ভাইরাসে হার্ড ইমিউনিটি তৈরির আগে কত প্রাণ ঝরে যায় এবং কত দিন এই অস্থিরতা চলে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম স্ট্যাটে প্রকাশিত নিবন্ধ থেকে অনুবাদ করেছেন আব্দুর রহমান
গত দুই বছর করোনা মহামারির কারণে বিপর্যস্ত ছিল সারা বিশ্ব। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই হাজির হচ্ছে নতুন সব ভাইরাস, যা ডেকে আনতে পারে আরও মহামারি। বিশেষ করে খুবই সাধারণ বলে বিবেচিত ভাইরাসগুলোর অস্বাভাবিক আচরণ নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মাঙ্কিপক্স ভাইরাস।
ইউরোপ-আমেরিকায় করোনা মহামারির সময় মৃদু সংক্রামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ বেশ কম ছিল। কিন্তু চলতি বছরের মে মাসে অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগে ধারণা করা হতো, এ ধরনের ভাইরাস পেটে সামান্য সমস্যা সৃষ্টি করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ভাইরাস শিশুদের মধ্যে মারাত্মক হেপাটাইটিস বাঁধিয়ে দিতে পারে। এ ছাড়া, শ্বাসনালির প্রদাহ সৃষ্টিকারী ভাইরাসগুলো আগে সাধারণত শীতকালে রোগ ছড়াত। কিন্তু ইদানীং গ্রীষ্মেও শিশুদের মধ্যে রোগ সৃষ্টি করছে এগুলো। মাঙ্কিপক্স ভাইরাস আগে কেবল মধ্য ও পূর্ব আফ্রিকায় পাওয়া গেলেও বর্তমানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ প্রায় সব মহাদেশেই এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
এমন নয় যে, ভাইরাসগুলো আগের চেয়ে শক্তিশালী হয়েছে। বরং বদলে গেছে মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারির সময় আমরা কমবেশি ইমিউনিটি অর্জন করার সঙ্গে সঙ্গে নিজেদের নাজুকও করে ফেলেছি। আমাদের এই দুর্বলতাকে আমলে নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, একটি সংবেদনশীল সময় পার করছে বিশ্ব। তাঁদের আশঙ্কা, সামনে আবারও মহামারি শুরু হতে পারে। এবার মহামারি ছড়াতে পারে আমাদের অতিপরিচিত সাধারণ ভাইরাসগুলোই।
সামনে অস্বাভাবিক কিছু রোগের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের পেডিয়াট্রিক ইমিউনোলজির অধ্যাপক পিটার ব্রডিন। স্বাস্থ্যবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম স্ট্যাটকে তিনি বলেন, ‘সামনে আমাদের অস্বাভাবিক কিছু রোগের মুখোমুখি হতে হবে। তার মানে এই নয় যে এসব রোগ ধ্বংস ডেকে আনবে। তবে এই রোগগুলো আমাদের পরিচিত রোগের মতো হবে না।’
একই প্রসঙ্গে নেদারল্যান্ডসের ইরাসমাস মেডিকেল সেন্টারের ভাইরোসায়েন্স বিভাগের প্রধান ম্যারিয়ন কূপম্যানস বলেন, ‘আমাদের এমন রোগ আক্রমণ করতে পারে, যা আমরা কখনো প্রত্যাশাই করিনি।’
সংক্রামক রোগের ভাইরাসের রোগাক্রান্ত করার প্যাটার্ন পরিবর্তনে সবচেয়ে বেশি বিপদে পড়বে শিশুরা। ভাইরাসের সবচেয়ে বড় বাহক হিসেবে কাজ করে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত শিশুরা ‘জার্ম ম্যাগনেট বা জীবাণু আকর্ষক’ এবং জীবাণুর বংশবৃদ্ধিকারক হিসেবে কাজ করে থাকে।
এদিকে করোনা মহামারির মধ্যে স্কুল, খেলার মাঠসহ সামাজিক পরিমণ্ডলে শিশুদের কোনো রকম চলাফেরা না থাকায় তাদের রোগ প্রতিরোধব্যবস্থা অনেকটাই বদলে গেছে। এমনকি মহামারির মধ্যে যেসব শিশু জন্ম নিয়েছে, তারাও মায়ের কাছ থেকে শ্বসনপ্রণালির মাধ্যমে বিভিন্ন রোগের অ্যান্টিবডি কিংবা জীবাণু নিজের মধ্যে নিয়েই জন্ম নিয়েছে।
শিশুদের রক্তে থাকা অ্যান্টিবডি রোগ প্রতিরোধব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে কাজ করা কূপম্যানস বলেন, ‘আপনি দেখবেন যে মহামারির দ্বিতীয় বছরে জন্ম নেওয়া শিশুদের মধ্যে শ্বসনপ্রণালির রোগ সৃষ্টিকারী ভাইরাসের অ্যান্টিবডির সংখ্যা তুলনামূলক কম। এবং তারা আক্রান্তও হচ্ছে কম।’ কম অ্যান্টিবডি নিয়েও কীভাবে সুস্থ থাকছে এই ধাঁধার উত্তর খুঁজছেন গবেষকেরা। কূপম্যানসের গবেষণা হয়তো ওপরের ধাঁধার উত্তর মেলাতে সক্ষম। তবে সে জন্য অপেক্ষা করতে হবে।
করোনা মহামারি কেবল শিশুর দেহে প্রভাব ফেলেনি। মহামারি-পরবর্তী সময়ে গবেষকেরা দেখেছেন, প্রাপ্তবয়স্কদের শরীরেও বিভিন্ন জীবাণু প্রতিরোধে যে পরিমাণ অ্যান্টিবডি প্রয়োজন, তা উৎপাদিত হচ্ছে না। ফলে রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কমে যাচ্ছে। এ কারণেই ফ্লু বিশেষজ্ঞদের ধারণা, অ্যান্টিবডি কম থাকার কারণে মৃদু সংক্রামক ফ্লুও ভয়াবহ হয়ে উঠতে পারে সমানের দিনগুলোতে।
কূপম্যানস বলছেন, ‘এন্ডেমিক ডিজিজগুলো (স্থানীয় পর্যায়ে ব্যাপক আকারে ছড়ায় এমন রোগ) ছড়িয়ে পড়ার একটি সাধারণ প্যাটার্ন রয়েছে। এই রোগগুলো একটি নির্দিষ্ট মৌসুমে ছড়িয়ে পড়ে। তবে সংক্রমণ স্থানীয় জনসংখ্যার রোগ প্রতিরোধক্ষমতার ওপরও নির্ভর করে অনেকটা।’
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেভিন মেসাকার দীর্ঘ আট বছর ধরে যুক্তরাষ্ট্রের অ্যাকিউট ফ্ল্যাসিড মাইলাইটিস (এএফএম) নিয়ে গবেষণা করছেন। এই রোগের ফলে শিশুদের বিভিন্ন অঙ্গ শক্তিহীন হয়ে পড়ে। তিনি দেখেছেন, প্রতি দুই বছর পর যুক্তরাষ্ট্রে এই রোগের ঢেউ আসে। এর প্রথম ঢেউ দেখা যায় ২০১৪ সালে, তারপর ২০১৬, ২০১৮ সালে। ২০২০ এবং ২০২১ সালে এই রোগের সামান্যতম চিহ্নও দেখা যায়নি দেশটিতে। তবে কেভিন মেসাকারের আশঙ্কা, এ বছর রোগটি ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না পরিস্থিতি কেমন হতে পারে।’
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) উপপরিচালক থমাস ক্লার্ক বলছেন, অনেকের ধারণা, টিকার মাধ্যমে সারিয়ে তোলা যায় এমন রোগের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে আবারও হতে পারে। কারণ, সারা বিশ্বে এখনো অনেক শিশুই করোনাভাইরাস মহামারির সময় টিকা নিতে পারেনি। তবে চলমান মহামারি কেবল এভাবেই সংক্রামক রোগের ছড়িয়ে পড়াকে প্রভাবিত করবে বলে মনে করেন না তিনি। কারণ হিসেবে তিনি বলছেন, টিকা নেওয়ার পরও অনেক শিশুই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। তিনি এমন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা বলেছেন।
আরেক দল গবেষক বলছেন, কেবল নাজুক রোগ প্রতিরোধব্যবস্থা সংবলিত মানুষই সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার প্যাটার্ন পরিবর্তনের কারণ নয়। সে রকমই একজন হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান ডেভিড হ্যেম্যান। তাঁর মতে, আফ্রিকা থেকে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো, বিশ্বজুড়ে মহামারি চলাকালে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা শিথিল করা। এমনকি তিনি মাঙ্কিপক্স সংক্রমণের আরেকটি কারণ হিসেবে পুরুষ সমকামিতাকেও সামনে এনেছেন।
হ্যেম্যান আরও বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে আরোপিত বিধিনিষেধের সময়ও মাঙ্কিপক্স ছিল আফ্রিকায়। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই ভাইরাস ছড়িয়েছে দ্রুত।
পিটার ব্রডিনের ভাষ্য, বিশ্বজুড়ে আগামী কয়েক বছর চলতে পারে এমন অস্থিরতা। স্ট্যাটকে তিনি বলেন, ‘একবার যদি কোনোভাবে বিপুলসংখ্যক মানুষ কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তবে স্বাভাবিকভাবেই হার্ড ইমিউনিটি তৈরি হবে। তবে সংক্রামক ব্যাধির বিষয়ে আমাদের অবশ্যই মৌলিক নীতিমালা অনুসরণ করতে হবে।’
তবে এটিই এখন দেখার বিষয় যে কোনো ভাইরাসে হার্ড ইমিউনিটি তৈরির আগে কত প্রাণ ঝরে যায় এবং কত দিন এই অস্থিরতা চলে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম স্ট্যাটে প্রকাশিত নিবন্ধ থেকে অনুবাদ করেছেন আব্দুর রহমান
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
১ দিন আগেহাংঝৌভিত্তিক এই স্টার্টআপ বা উদ্যোগটি দাবি করেছে, তারা ডিপসিক আর১ মডেলটি সিলিকন ভ্যালির সাম্প্রতিকতম মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি করেছে। এই ঘোষণা এআই দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর...
৩ দিন আগে২০১১ সালে টেক্সাসের অস্টিন থেকে আসা একজন ইগল স্কাউট রস উলব্রিচট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন কালোবাজার, যেখানে মাদক, অর্থ পাচার এবং সাইবার অপরাধমূলক লেনদেন পরিচালিত হতো। ২০১৩ সালে তাঁর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সাইটটি কয়েক মিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করেছিল।
৪ দিন আগেঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে।
৮ দিন আগে