Ajker Patrika

যুদ্ধে জেরবার ইউক্রেনে জেলেনস্কি সরকারের অন্দরে ক্ষমতার দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর কার্যালয়ের প্রধান পরিচালক আন্দ্রে ইয়ারমাক। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর কার্যালয়ের প্রধান পরিচালক আন্দ্রে ইয়ারমাক। ছবি: সংগৃহীত

ইউক্রেনের আকাশে-বাতাসে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। আপাতদৃষ্টিতে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে ইউক্রেন এক দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু রণক্ষেত্রে থেকে মোটেও কোনো সুখবর আসছে না। রুশ বাহিনী ইউক্রেনীয় শহর সুমি দখলের দ্বারপ্রান্তে। এক সময়কার আড়াই লাখ মানুষের শহর এখন একপ্রকার জনশূন্য। দনবাসে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীকে ক্রমেই পিছু হটতে বাধ্য করছে, ফলে এখনো রক্তের বন্যা বইছে। এরই মধ্যে, প্রতিনিয়ত শত শত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় শহরগুলোতে আছড়ে পড়ছে, কখনো কখনো তো এই ড্রোন-ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাচ্ছে।

৩১ জুন মাঝে রাতে, ইউক্রেনে মার্কিন অস্ত্র সহায়তা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবশ্য অস্ত্র সরবরাহ ধীরে ধীরে কমছিল। তবে সেদিন রাতে সব ধরনের অস্ত্র পাঠানো স্থগিত করা হয়, এমনকি কিছু বিমান মাঝ আকাশ থেকে ফিরে যায় ওয়াশিংটনে। পরে অবশ্য ট্রাম্প সেই স্থগিতাদেশ তুলে নেন। তবে, বিশ্লেষকেরা মনে করেন—ট্রাম্প এমনটা করেছিলেন মূলত, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করতে ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর জন্য।

তবে এসব তো গেল, ইউক্রেনের সামরিক বাহিনী এবং সরকারের সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের নাটক। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। এর চেয়েও গুরুতর আশঙ্কা ও উদ্বেগপূর্ণ নাটক চলছে ইউক্রেনের রাজনীতিতে। দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন, শুদ্ধি অভিযান ও অভ্যন্তরীণ কোন্দলের পটভূমি দেশটিকে ভেতর থেকেই এমনভাবে বিপর্যস্ত করে দিতে পারে, যা রুশ আক্রমণের চেয়েও অনেক বেশি ক্ষতিকর।

গত জুনে ঘটে যাওয়া তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ইউক্রেনের ক্ষমতার অলিন্দে এক নতুন সুর তৈরি করেছে। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রে ইয়ারমাক দেশের অভ্যন্তরে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন। বর্তমানে তাঁর ভূমিকা থেকে স্পষ্ট যে, তিনি নির্বাচিত না হয়েও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক মহলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের রাজনীতিতে তাঁর প্রভাব এখন স্পষ্ট।

গত ২৩ জুন, ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও সম্ভাব্য প্রধানমন্ত্রী ওলেক্সেই চেরনিশভ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। এটি ইউক্রেনের ইতিহাসে সর্বোচ্চ পদস্থ রাজনীতিকের বিরুদ্ধে ওঠা প্রথম দুর্নীতি মামলা। ইউরোপে সরকারি সফরে থাকা অবস্থায় তিনি দেশে ফিরতে বিলম্ব করেন, যা এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। কারণ, যে মন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে থাকা ইউক্রেনীয়দের স্বদেশ প্রত্যাবর্তনে সাহায্য করেন, তিনিই নিজেই নিজের নির্বাসন পরিকল্পনা করছেন। একই সময়ে, মন্ত্রিসভায় আসন্ন রদবদলের যে সতর্কবার্তা দেওয়া হয় তাতে এই ধারণা স্পষ্ট হয়ে উঠে যে,৩৯ বছরে ইউলিয়া সুইরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সম্ভাবনা আছে। সুইরিদেঙ্কোকে ইয়ারমাকের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

জুনের তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল—ইউক্রেনের অত্যন্ত স্বাধীনচেতা গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকে সরানোর এক নতুন প্রচেষ্টা। তবে এটি আপাতত ব্যর্থ হয়েছে। একাধিক সূত্র বলছে, এই তিনটি ঘটনার পেছনেই আন্দ্রে ইয়ারমাকের ‘অদৃশ্য হাত’ ছিল। তিনি রাষ্ট্রপতির কার্যালয় পরিচালনা করলেও বাস্তবে তিনিই অলিখিত সরকারপ্রধান।

আন্দ্রে ইয়ারমাক যুদ্ধের সময় আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট জেলেনস্কির কনিষ্ঠ সহযোগী হিসেবে আত্মপ্রকাশের আগে তিনি টিভি ও চলচ্চিত্র প্রযোজক, আইনজীবী, ফ্যাশন শিল্পের সঙ্গে যুক্ত এবং এমনকি ছোট ব্যবসার ‘দালাল’ হিসেবেও পরিচিত ছিলেন।

ইয়ারমাকের রাজনৈতিক উত্থান অপ্রত্যাশিত ও দ্রুত। তবে অনেকেই এতে প্রভাবিত নন। সম্প্রতি পলিটিকো ম্যাগাজিনের প্রতিবেদনে ইয়ারমাকের কূটনীতিতে ‘লেকচার দেওয়ার’ ধরন নিয়ে আমেরিকানদের মধ্যে অসন্তোষের কথা বলা হয়েছে। কেউ কেউ এই ইয়ারমাককেই ইউক্রেন প্রসঙ্গে আমেরিকানদের ‘সামগ্রিক বিরক্তির’ জন্য দায়ী করেন। এই প্রতিবেদনগুলো ওয়াশিংটনে তাঁর জন্য দরজা বন্ধ হয়ে আসছে এমন এক বাস্তব চিত্রও তুলে ধরে। এর ফলে, অনেকে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, ইয়ারমাক তাঁর রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। কিন্তু জুনের তিনটি তিনটি ঘটনা উল্টোটা প্রমাণ করেছে যে, তিনি অভ্যন্তরীণভাবে আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছেন।

চেরনিশভের বিরুদ্ধে তদন্তের আদেশ ইয়ারমাক দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। এই উপপ্রধানমন্ত্রীর সহযোগীরা তাঁর অনুমোদিত একটি প্রকল্পের মাধ্যমে কম দামে অ্যাপার্টমেন্ট কিনেছেন—এমন অভিযোগে গত এক বছর ধরে তদন্ত করছেন গোয়েন্দারা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি কর্মকর্তা বলেছেন, ইয়ারমাক অন্য অনেক মামলা আটকে রাখলেও ইচ্ছাকৃতভাবেই এই মামলা এগিয়ে নিতে দিয়েছেন।

ওই কর্মকর্তাদের দাবি, চেরনিশভের আসল অপরাধ—তিনি ইয়ারমাকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথমত, চেরনিশভ আমেরিকানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বিকল্প মাধ্যম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। দ্বিতীয়ত, তাঁর পতনের ফলে ইয়ারমাকের ঘনিষ্ঠ রাজনীতিবিদ সুইরিদেঙ্কোর পদোন্নতির পথ পরিষ্কার হয়।

বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালকে সরিয়ে ইয়ারমাকের পুতুলকে আনার ধারণা নতুন নয়। এক বছর আগে জেলেনস্কি এই পরিবর্তন আটকে দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে ইয়ারমাক আরও শক্তিশালী হয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হয়ে পড়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিবর্তনের ওপর এক পার্লামেন্টারি ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সমাজনীতি এবং সম্ভবত অর্থ মন্ত্রণালয়েও পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আন্দ্রে জাল গুটিয়ে আনছেন, তাঁর অসমাপ্ত কাজ শেষ করছেন। এসব পদে যারা নিয়োগ পাবেন বেশির ভাগ তাঁর লোক।’

জুনে ইউক্রেনের গোয়েন্দা সেবায় আরও নাটকীয় শুদ্ধি অভিযান আসন্ন ছিল। ইয়ারমাক ও গোয়েন্দাপ্রধান জেনারেল কিরিলো বুদানভের মধ্যে ৩ বছরের বিরোধ চরম আকার ধারণ করে এ মাসেই। বুদানভকে ক্ষমতাচ্যুত করার হুমকি ছিল। ইয়ারমাকের ঘনিষ্ঠ সূত্রগুলো জেনারেল বুদানভকে ‘অস্থির বিপ্লবী’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তাদের দাবি, বুদানভ নিজস্ব রাজনৈতিক মেশিন তৈরি করছেন।

ইউক্রেন সরকারের এক অভ্যন্তরীণ সূত্র বলেছে, ‘প্রেসিডেন্টের কার্যালয়ের ৯০ শতাংশ লোকই মনে করে তিনি (বুদানভ) পাগল এবং ১০ শতাংশ মনে করে তিনি একজন প্রতিভাবান।’ অন্যদিকে, গোয়েন্দাপ্রধানের মিত্ররা তাঁকে নিবেদিতপ্রাণ রাষ্ট্রীয় কর্মচারী এবং প্রেসিডেন্টকে কঠিন সত্য বলতে সক্ষম একজন হিসেবে অভিহিত করেন। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে, তাদের অনেকেই আশঙ্কা করেছিলেন যে, বুদানভের ইয়ারমাককে উৎখাত করার ‘নবম প্রচেষ্টা’ সফল হবে। তবে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। নিজের চিরাচরিত কৌশল ব্যবহার করে জেনারেল বুদানভ আরও একবার প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। ইকোনমিস্ট ম্যাগাজিন জানতে পেরেছে যে, হোয়াইট হাউসের বারংবার সতর্কবার্তা বুদানভকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করেছে, অন্তত এখনো পর্যন্ত।

জেনারেল বুদানভের টিকে যাওয়া প্রমাণ করে যে, এখনো প্রেসিডেন্ট জেলেনস্কির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, ইয়ারমাক তাঁর সিস্টেমে যতই ভূমিকা পালন করুন না কেন। ইয়ারমাক নিজের জোরে ক্ষমতা প্রয়োগ করেন, এমনটা মনে হয় না, বরং এটি প্রেসিডেন্টের সঙ্গে এক অদ্ভুত ‘নির্ভরশীলতা’ থেকে উদ্ভূত, যা কোনো সূত্রই পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না।

কখনো কখনো, ইয়ারমাক কেবলই জেলেনস্কির জেদি সহযোগী এবং জেদি জেলেনস্কির প্রতিনিধি। কিন্তু কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইয়ারমাক প্রেসিডেন্টের কাছে যে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করছেন তা বাস্তব। কেউ কেউ তো মনে করেন, ইয়ারমাক জেলেনস্কির কাছে যাওয়া অন্তত ৮৫ শতাংশ তথ্য নিয়ন্ত্রণ করে। এই বিষয়টি সরকারের কেন্দ্রস্থলে ষড়যন্ত্রের এক বিপজ্জনক পরিবেশ তৈরি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সূত্র বলেন, ‘প্রেসিডেন্ট কী জানতে পারবেন, সেটা নির্ধারণ করেন আন্দ্রে ইয়ারমাক। ৬ বছর ধরে একই ঘরে থেকে প্রেসিডেন্টকে নিজের মতামত দিয়ে যাচ্ছেন। এটি কার্যত একাই সব—এর মতো পরিস্থিতি।’

প্রাসাদ ষড়যন্ত্র রাজনীতি কোনো নতুন ঘটনা নয়, এবং সাড়ে তিন বছরের যুদ্ধের বিধ্বস্ত একটি দেশে এটি অপ্রত্যাশিতও নয়। ইউক্রেনের ক্লান্ত নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্রীভূত না করলেই বরং অবাক হতে হতো। কিন্তু দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি—যেখানে প্রতিদিন কৌশলগত পরিস্থিতি খারাপ হচ্ছে—কেন্দ্রীভূত ও অকার্যকর ক্ষমতা কাঠামোকে বিপজ্জনক করে তুলছে। শত্রুদের এবং প্রতিদ্বন্দ্বীদের জনজীবনে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য নির্বাহী ক্ষমতার অনুপযুক্ত ব্যবহারের বিষয়েও উদ্বেগ রয়েছে। একটি সমাধান হতে পারে—স্বচ্ছতা বৃদ্ধি, কিন্তু এটা হবে এমন আশা করা ঠিক নয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা হতাশ হয়ে বলেন, ‘রাশিয়ানরা আমাদের অল্প আঁচে ধীরে ধীরে ঝলসে দিচ্ছে, আর আমরা ঘরে বসে গুরুতর পরিণতির মূর্খতার খেলা খেলছি।’

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত