Ajker Patrika

ক্ষুদিরাম বসু

সম্পাদকীয়
ক্ষুদিরাম বসু

ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে উচ্ছেদ করতে ফাঁসিকাষ্ঠে জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। তাঁর এই আত্ম বলিদান পরে অসংখ্য তরুণ-যুবককে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে যুক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রায় দুই শ বছর ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারে জর্জরিত ভারতবর্ষের মানুষ একসময় তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা স্বদেশি আন্দোলন নামে পরিচিত।

ছোটবেলা থেকে ক্ষুদিরাম সাহসী, ডানপিটে ও বাউন্ডুলে ছিলেন। স্কুলে পড়ার সময়ই মেদিনীপুরে এসেছিলেন বিপ্লবী নেতা অরবিন্দ ও বোন নিবেদিতা। তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য প্রচারকাজে এসেছিলেন। তাঁদের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়ে ক্ষুদিরাম স্বদেশি আন্দোলনে যুক্ত হন। তখন তাঁর বয়স মাত্র ১৩ কি ১৪ বছর। ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করতে ইশতেহার বিলি করা এবং ইংরেজদের লক্ষ্য করে বোমা হামলাসহ বিভিন্ন কারণে তিনি পুলিশের খাতায় দাগি আসামি হয়ে ওঠেন।

১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফফরপুরে রাতের বেলায় তিনি ও তাঁর সহযোদ্ধা প্রফুল্ল চাকি যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এতে গাড়িতে থাকা কিংসফোর্ডসহ একজন ব্রিটিশ নারী ও তাঁর কন্যা মারা যান। এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একই বছরের ২১ মে, ইতিহাসে যা আলীপুর বোমা মামলা নামে পরিচিত। বিচারে তাঁর ফাঁসির রায় ঘোষিত হয়। ১৯০৮ সালের ১১ আগস্ট ছিল তাঁর ফাঁসি কার্যকরের দিন। ওই দিন তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে দাঁড়ালে জনৈক ইংরেজ বিচারক ক্ষুদিরামকে প্রশ্ন করেন, তাঁকে যে ফাঁসিতে মরতে হবে, সেটা তিনি বুঝতে পেরেছেন কি না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসিমুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন।

মৃত্যুভয়কে তুচ্ছ করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে অমর হয়ে আছেন ক্ষুদিরাম। এই মহান বিপ্লবীর জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হাবিবপুর গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত