সম্পাদকীয়
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
আপনি কি রাস্তায় হাঁটতে হাঁটতে এই খবর পড়ছেন? সাবধান! ঘাসে পা দেবেন না কিন্তু! আজ ঘাসে পা না দেওয়ার দিন। জানা নেই? তাহলে আসুন জেনে নেওয়া যাক, কী এই ‘ঘাসে পা না দেওয়া দিবস’। কীভাবেই–বা এর উৎপত্তি।
৩ ঘণ্টা আগেবাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু।
৩ দিন আগেগান করে থাকি সেটা তো অন্যায় হতে পারে না! তো সেই দিক থেকে আমি অন্তত ক্ষমা চাইতে পারি। কারণ এটা আমি পেশা করেছি। এটা আলটিমেটলি পেশা করতে বাধ্য হয়েছি। আমি কিন্তু গান শিখিনি নাম করার জন্য, যে আমার কবে সুখ্যাতি কে করবে, আমি কবে জনপ্রিয় হব তার জন্য গান শিখিনি। আমার বাবা-মা কোনো দিন আমাকে নিয়ে ঘুরে ঘুরে...
৩ দিন আগেমুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকারের ভূমিকা অনস্বীকার্য। এই অস্থায়ী সরকার গঠিত হয় একাত্তরের ১০ এপ্রিল। পূর্বঘোষণা অনুযায়ী কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় ১৭ এপ্রিল।
৪ দিন আগে